বিদ্যাসাগরের শ্রাদ্ধানুষ্ঠান : ভিডিয়ো

By

Published : May 17, 2019, 11:30 PM IST

thumbnail

মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন শ্রাদ্ধানুষ্ঠান পালন করল । পরিবারের লোকজন জানিয়েছেন, এই ঘটনা অপমৃত্যুর সামিল । তাই তাঁরা প্রতিবাদ জানিয়ে রীতি মেনে পারলৌকিক কাজকর্ম করলেন । শ্রাদ্ধানুষ্ঠানের জন্য অরন্ধনও পালন করে ভট্টাচার্য পরিবার । 1834 সালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কাছারি পাড়ার ভট্টাচার্য পরিবারের শত্রুঘ্ন ভট্টাচার্যের বছর আটেকের কন্যা দীনমনি দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল বিদ্যাসাগরের। সেই সময়ের কেউই আজ আর বেঁচে নেই । পরিবারের বর্তমান সদস্য গৌতম ভট্টাচার্য এই পারলৌকিক অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.