তৃণমূলের তক্তার উপর দাঁড়িয়েই বিজেপি লাফাচ্ছে: সেলিম

By

Published : Dec 15, 2020, 8:55 PM IST

thumbnail

মানিকচকের মথুরাপুরের ভূতনি চরের উত্তর চণ্ডীপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “লাল ঝান্ডা কমজোরি হওয়া মানেই মানুষের ঐক্যে ফাটল ধরা ৷ আজ হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদ করা হচ্ছে ৷ দিলীপ ঘোষ যা মুখে আসছে তাই বলছে ৷ এটা আবার নেতা ? আর যারা ভাবছে তৃণমূল, বিজেপিকে আটকাবে, তাদের বলে রাখি, 10 বছরের তৃণমূল জমানাতেই বিজেপি আরএসএস বেড়েছে ৷ যারা তৃণমূলকে এখানে নিয়ে এসেছে, তারাই বিজেপিকে নিয়ে এসেছে ৷ তৃণমূলের তক্তার উপর দাঁড়িয়েই বিজেপি লাফাচ্ছে ৷ তাই বিজেপিকে যদি তাড়াতে হয়, তার পায়ের নিচ থেকে তৃণমূলের তক্তাটাকে সরিয়ে ফেলতে হবে ৷ লাল ঝান্ডা সেই কাজ করবে ৷"

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.