Wild Elephant Found Dead: ঝাড়খণ্ডের নাগদি জঙ্গলে বন্য হাতির দেহ উদ্ধার

By

Published : Apr 10, 2023, 2:42 PM IST

thumbnail

ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যায় । রাজ্যের অনেক বনাঞ্চল হাতির অবাধ বিচরণ ক্ষেত্র । তবে সাম্প্রতিক সময়ে আবাসিক এলাকাতেও বন্য হাতিদের হানার খবর মিলছে ৷ অনেক সময় হাতিও দুর্ঘটনার শিকার হয় । এবার ঝাড়খণ্ডের রাঁচি জেলার বেদোতে একটি বন্য হাতির দেহ উদ্ধার হল ৷ নাগদি থানা এলাকায় বন্য হাতিকে ভুট্টা খেতের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ এই নিয়ে গ্রামে হইচই পড়ে যায় ৷ গ্রামবাসীরাই খবর দেয় বন দফতরকে ৷ গ্রামবাসীরা জানিয়েছে যে ওই হাতিটি অসুস্থ ছিল ৷ বেশ কয়েকদিন ধরে হাতিটি এলাকায় ঘুরছিল দলছুট হয়ে ৷ অসুস্থ হয়ে ওই হাতির মৃত্যু হয়েছে বলে এলাকার বাসিন্দাদের ধারণা ৷ যদিও বন দফতরের তরফে হাতির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ৷ তারা আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ তাদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট এলেই হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ তবে গ্রামে ফসল বাঁচাতে অনেক সময় খেত বিদ্যুতের তার দিয়ে ঘেরা হয় ৷ খেতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে ৷ এক্ষেত্রে সেই ধরনের কোনও ঘটনা ঘটেছে কি না, সেটা বন দফতর খতিয়ে দেখছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.