Panchayat Elections 2023: নির্দিষ্ট সময়ের আড়াই ঘণ্টা পর ফুলবাড়িতে শুরু ভোট গ্রহণ

By

Published : Jul 10, 2023, 1:06 PM IST

thumbnail

অবশেষে শুরু হল পুনর্নির্বাচনের ভোটগ্রহণ ৷ সকাল সাতটায় ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু শেষমেশ আড়াই ঘণ্টা বাদে শুরু হল ভোট গ্রহণ। সোমবার সকালে এমন ঘটনাই ঘটেছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা প্রাইমারি স্কুলের 266 নম্বর বুথে ৷ সময় মতো ভোট দেওয়ার জন্য বুথে পৌছলেও দীর্ঘক্ষণ ভোটারদের অপেক্ষা করতে হয় ৷ সকাল 8.15 মিনিট নাগাদ ভোটকর্মীরা বুথে পৌঁছন ৷ তারও প্রায় ঘণ্টা খানেকপর অর্থাৎ 9টার কিছু পরে ভোটগ্রহণ শুরু হয় ৷ 

ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীদের । বৃষ্টি মাথায় নিয়েই বুথের বাইরে অপেক্ষা করতে হয়েছে ভোটাররা । তবে কেন ভোট সময়মতো শুরু হল না তার কারণ জানা যায়নি । এই প্রসঙ্গেই আমিনা খাতুন নামে এক ভোটার বলেন, "ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি । কিন্তু ভোট শুরু হয়নি।" প্রসঙ্গত, শনিবার এই বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল । যার ফলে ওই কেন্দ্রে পুনরায় ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.