Vande Bharat Express: বন্দে ভারতে যান্ত্রিক গোলোযোগ, দু‘ঘণ্টা পর স্বাভাবিক হল ট্রেন

By

Published : Aug 14, 2023, 2:43 PM IST

thumbnail

যান্ত্রিক গোলোযোগের কারণে স্টশনের মাঝেই থমকে গেল সেমি বুলেট ট্রেন বন্দে ভারত ৷ এদিন নিউজলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিল ট্রেনটি ৷ সোমবার ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম স্টেশন এলাকায় হঠাৎই ট্রেন থেমে যায় ৷ ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় যাত্রী নিরাপত্তার কারণে খলাইগ্রাম স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে দেন চালক ৷ পরীক্ষা-নিরিক্ষার করে সমস্যা সমাধান হলে প্রায় দু‘ঘণ্টা পর ফের গুয়াহাটি রওনা দেয় সেমিবুলেট বন্দে ভারত ট্রেনটি ৷ 

রেল সূত্রের খবর, সোমবার সকাল 6.56 মিনিট নাগাদ বন্দে ভারত ট্রেনটি ধূপগুড়ি স্টেশন পেরোতোই ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ৷ ঘটনা প্রসঙ্গেই খলাইগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার বাবলু শর্মা জানান, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে খাইলগ্রাম স্টেশনের আগেই ট্রেনটি দাঁড় করিয়ে দেন লোকো পাইলট ৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে প্রেসার ড্রপ এবং মেকানিক্যাল সমস্যা কারণে ইঞ্জিনে অল্প সমস্যা দেখা দিয়েছিল ৷ দ্রুত ট্রেনটি সারানোর উদ্যোগ নেওয়া হয় রেলের পক্ষ থেকে ৷ প্রায় দু’ঘণ্টা পর চলতে শুরু করে  ৷ এদিকে হঠাৎ করে বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় গ্রামবাসীরা সেটি দেখার জন্য ভিড় করতে থাকেন ৷ তবে পুলিশ ও জিআরপি উপস্থিত থাকায় এলাকাসীকে সরিয়ে দেন ভিড় করার আগেই ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.