Co-operative Election: কান্দির নতুনগ্রাম সমবায় নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল, অস্বস্তিতে তৃণমূল

By

Published : Jan 8, 2023, 10:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত হিজল নতুনগ্রাম সমবায় সমিতির নির্বাচন ছিল ৷ হিজল উচ্চ বিদ্যালয়ে পুলিশী ঘেরাটোপে অত্যন্ত শান্তিপূর্ণ বাতাবরণে সম্পন্ন হয়েছে নির্বাচন। মোট 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 84জন প্রার্থী। এদিনই ভোট গণনার পর্ব শেষ হয় সন্ধ্যায় (Co-operative Election Result)। গণনা শেষে ফলাফল উঠে এল মোট 28টি আসনের ৷ এদিনের এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে 14টি আসন, কংগ্রেস পেয়েছে 3টি আসন এবং নির্দল পেয়েছে 11টি ৷ পঞ্চায়েত ভোটের আগেই কার্যত সেমিফাইনাল বলা যেতে পারে এই নির্বাচন ৷ তবে সেই ভোটের আগেই এই নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল হওয়ায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির (TMC Under Pressure After Cooperative Election Result)।

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.