Hailstorm in Dooars: ডুয়ার্সে শিলাবৃষ্টি, উত্তরবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বারিধারা

By

Published : Apr 19, 2023, 6:32 PM IST

thumbnail

সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের ৷ বিকেল হতেই অঝোর ধারায় শিলাবৃষ্টির সাক্ষী থাকল ডুয়ার্স ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও গুটিকয়েক জেলাতেও তাপমাত্রা ছিল উর্ধ্বমুখী ৷ বুধবার এই বৃষ্টির পর স্বস্তি ফিরল উত্তরের বেশ কয়েকটি জেলায় । এদিন বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হয় । বেশ কয়েকটি জায়গায় আবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিস থেকে উত্তরবঙ্গে বজ্র‍বিদ্যুৎ ও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল । সেই মোতাবেক বৃষ্টি নামল বুধবার । বৃষ্টি হওয়ার জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে ডুয়ার্সে । এছাড়াও জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমা ও ঝালংয়ে বজ্র‍বিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার ফলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর ৷ এই বৃষ্টির ফলে চা-বাগানের অনেকটাই ভালো হল বলে মনে করছেন ব্যবসায়ীরা। চা চাষের ক্ষেত্রে এই সময় বৃষ্টি ভীষণ প্রয়োজন ছিল ৷ জলপাইগুড়ি জেলার আবহাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যদিও দক্ষিণবঙ্গে কবে এরকম বৃষ্টি হবে সেই আশাতেই রয়েছে সবাই ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.