Cyclone Sitrang: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত দমকল, দাবি সুজিতের

By

Published : Oct 23, 2022, 9:54 AM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

thumbnail

ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর (Fire Brigade) ৷ এমনটাই দাবি করেছেন বিভাগীয় মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose) । সেই নিয়ে সল্টলেকের বিকাশ ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানে সুজিত বসু জানান, সিত্রাং ঘূর্ণিঝড় আসার কথা রয়েছে, তার জন্য ফায়ার সার্ভিস ও ইমারজেন্সি বিভাগ তৈরি । দফতরের সমস্ত কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে । 46টি টিম তৈরি করা হয়েছে । উপকূল এলাকাগুলির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে । কন্ট্রোল রুম করা হয়েছে । 24 ঘন্টাই (Control Room) এই কন্ট্রোল রুম খোলা থাকবে । কালীপুজো (Kali Puja) উদ্যোক্তাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে । কন্ট্রোল রুম নম্বর- 033-22276666/033-22521165/033-22526164 ৷

Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.