'মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে ছোট হয়েছে বাংলা', খোঁচা সায়নীর - Lok Sabha Election 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 12, 2024, 6:43 PM IST
Saayoni Ghosh Campaigns at Jadavpur: উত্তেজনার আবহে গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার পর রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা এলাকা থেকে রামনগর এলাকা পর্যন্ত হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন অভিনেত্রী। প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানান, জয়ের বিষয়ে তিনি 100 শতাংশ আশাবাদী।
যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সম্প্রতি তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল পাঁচিলে বসে থাকবে এবং বিজেপি তৃণমূলকে জিততে সাহায্য করবে। বাম নেতা সৃজন ভট্টাচার্যের এই কটাক্ষের পালটা দিয়ে সায়নী ঘোষ বলেন, "শীত-গ্রীষ্ম-বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা, সেটা মানুষ জানে। মানুষের হৃদয়ে তৃণমূল রয়েছে। বিজেপি বাংলাকে ছোট করার জন্য সন্দেশখালির মতো ঘটনা ঘটিয়েছে। বাংলায় মা-বোনেরা সুরক্ষিত। তৃণমূলের আমলে মা-বোনেরা সুরক্ষিত বলেই মা-বোনেরা তৃণমূলের প্রচারে ভিড় জমায়। কিন্তু বাংলাকে ছোট করার জন্য বিজেপি যে ঘৃণ্য কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। আগামিদিনে মানুষই এর যোগ্য জবাব দেবে।
সম্পত্তি নিয়ে কটাক্ষের পালটা দিয়ে সায়নী ঘোষ বলেন, "আমি যখন থেকে তৃণমূলে যোগদান করেছি তখন থেকে আমার সম্পত্তির পরিমাণ কমতে শুরু করেছে। কিন্তু অনেকেই অন্যান্য দলে যোগদান করে সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করেছে। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল যে, আমি পাঁচ-ছ'টা ফ্ল্যাট কিনেছি তাদের থোতা মুখ ভোঁতা করে দিয়েছি।"