Sand Art: মা দুর্গার কাছে বিশ্বকাপ জয়ের প্রার্থনা রোহিতের, 5 হাজার লেবু দিয়ে সুদর্শনের ‘বালুশিল্প’

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 11:31 AM IST

thumbnail

দেশজুড়ে চলছে উৎসবের মরশুম । একদিকে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যে দুর্গাপুজোর আবহ, নবরাত্রি উদযাপন ৷ অন্যদিকে সবচেয়ে বড় আনন্দ উৎসব ক্রিক্রেট বিশ্বকাপে মেতেছে দেশ ৷ তাই এবার দুর্গাপুজো থেকে ক্রিক্রেটের উৎসব, একসঙ্গে ধরা দিল বালু শিল্পী সুদর্শন পট্টনায়কের শিল্পকলায় ৷ তিনি বর্তমানে রয়েছেন কর্ণাটকে ৷ তবে সঙ্গে রয়েছে তাঁর শিল্প ৷ তাই সুদর্শন পট্টনায়ক ওড়িশার পুরী নয়, বরং এবার কর্ণাটকের বিজয়পুর সমুদ্র সৈকতে ফুটিয়ে তুললেন তাঁর হাতের কাজ ৷ তিনি পাঁচ হাজার লেবু ব্যবহার করে বালির উপর দেবী দুর্গার মুখমণ্ডল গড়েছেন । সঙ্গে তিনি 2023 ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন । সুদর্শনের এই নয়া বালি শিল্পে দেখা যাচ্ছে, লেবু দিয়ে গড়া দুর্গার সুন্দর মূর্তি ৷ সেই মূর্তির সামনেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রণাম করছেন এবং বিশ্বকাপে জয়ের কামনা করছেন ৷ সঙ্গে লেখা, ভারতীয় দলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি ৷ ওড়িশার শিল্পী সুদর্শন পট্টনায়ক এর আগেও অনেক বালি শিল্প তৈরি করেছেন ৷ তিনি বিভিন্ন থিমের উপর ভিত্তি করে প্রায়শই অনেক বালি শিল্প তৈরি করেন ।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.