Ganesh Chaturthi 2023: পুরীর সৈকতে শোভা পাচ্ছে 100 কেজি স্টিল ও 6 টন বালির তৈরি গজানন

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 1:57 PM IST

thumbnail

দেশজুড়ে আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী ৷ গণেশায় নমঃ মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠছে পুজো মণ্ডপগুলি ৷ এই উপলক্ষে বিশিষ্ট বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক তাঁর বালিশিল্পের মাধ্যমে গণেশ পুজোর শুভেচ্ছার পাশাপাশি শান্তির বার্তা দিয়েছেন ৷ সোমবার তিনি পুরীর নীলাদ্রি সৈকতে সিদ্ধিদাতা গণেশের একটি বিশাল মুখ ফুটিয়ে তোলেন ৷ সঙ্গে তাঁর বাহন ইঁদুরও রয়েছে ৷  

ছোট-বড় স্টিলের বাটি ও প্লেট ব্যবহার করে এই বালি ভাস্কর্য তৈরি করেন সুদর্শন ৷ যা দেখতে ছিল খুবই আকর্ষণীয় ৷ এই বালির গণেশ তৈরির জন্য 100 কেজি স্টিলের জিনিস ব্যবহৃত হয়েছে ৷ সুদর্শন স্যান্ড আর্ট স্কুলের শিক্ষার্থীরাও গুরু সুদর্শনের সঙ্গে এই বালির গণেশ তৈরিতে হাত লাগান ৷ 

এই বিষয়ে সুদর্শন বলেন,"প্রতিবছর আমরা গণেশের বালুশিল্প তৈরি করি ৷ তবে প্রতিবার আমরা নতুন কিছু করার চেষ্টা করে থাকি ৷ যেমন এ বছর আমরা এই বালির গণেশ তৈরিতে স্টিল ব্যবহার করেছি ৷ এর জন্য 100 কেজি স্টিল ও 6 টন বালি ব্যবহার করা হয়েছে ৷ সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই ৷ প্রভু সবার মঙ্গল করুন ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.