PM Narendra Modi Visits ISRO: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 2:20 PM IST

thumbnail

তিনি যে আসবেন তা চন্দ্রযান চাঁদের মাটিতে পা দেওয়ার পরই জানা গিয়েছিল ৷ কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফর শেষ করে সোজা বেঙ্গালুরুতে নামলেন ৷ 23 অগস্ট চন্দ্রযান-3 সফট ল্যান্ডিং করেছে। তাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে ৷ প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে ভারত ৷ সেদিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী ৷ চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম অবতরণের মিনিট খানেক আগেই জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রীর ছবি ভেসে উঠেছিল ইসরোর স্ক্রিনে ৷ সেদিনই শুভেচ্ছা জানিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীদের ৷ এরপর গ্রিস সফর শেষ করে দেশে ফিরলেন ৷

আজ ভোরে শহরে এসে এইচএএল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, 'জয় জওয়ান, জয় বিজ্ঞান' ৷ এরপর বেঙ্গালুরুর রাস্তায় রোড শো করে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক কন্ট্রোল কমপ্লেক্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথের পিঠ চাপড়ে অভিনন্দন জানালেন ৷ 

তারপর ঘুরে দেখলেন চন্দ্রযান-3-এর মডেল ৷ ল্যান্ডার, রোভার কীভাবে কাজ করছে চাঁদের মাটিতে ? প্রধানমন্ত্রীকে সেসব সবিস্তারে বুঝিয়ে দেন এস সোমানাথ ৷ এরপর ইসরোর কক্ষে ঢুকতেই বিজ্ঞানীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ৷ পরে প্রধানমন্ত্রী প্রায় 40 মিনিট ধরে ভাষণ দেন। সেখানে ইসরোর সাফল্য থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানের নানা দিক উঠে আসে ৷ তাঁর চোখ এদিন জলও ছিল ৷ চন্দ্রযানের সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে গিয়ে গলা ধরে আসে প্রধানমন্ত্রীর ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.