Fire at Plastic Factory: ঘুসুরিতে প্লাস্টিকের কারখানায় আগুন, হতাহতের খবর নেই

By

Published : Apr 10, 2023, 11:27 AM IST

thumbnail

সোমবার সকালে হাওড়ার একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে এসে দমকলের তিনটি ইঞ্জিন 45 মিনিটের চেষ্টায় আগুন নেভায় ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়া এলাকায় । ওই কারখানার মিটার বক্স থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

জানা গিয়েছে, কারখানাটি ছিল প্লাস্টিকের সরঞ্জাম তৈরির ৷ সোমবার তাতেই আগুন লাগতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ তারাই প্রথমে এসে আগুন নেভানোর চেষ্টা করে ৷ তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় স্থানীয় বাসিন্দারা ব্যর্থ হন ৷ এরপরই তারা পুলিশ ও দমকলকে খবর দেন । খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে কাজ শুরু করে । আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে ৷ 

কাজ করতে সমস্যার মুখে পড়তে হয় দমকলের অধিকারিকদেরও । ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে দমকল ৷ দমকল আধিকারিক শুভাশিস নাথ জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ার দরুন রাস্তা খুবই সরু ৷ যার ফলে ভিতর অব্ধি গাড়ি ঢোকেনি । তারা গাড়ি গলির বাইরে রেখেই পাম্পের সাহায্যে জল দিয়ে প্রায় 45 মিনিটের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.