TMCP Protest Against Governor: রাজ্যপালের বিরুদ্ধে এক সপ্তাহের প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূল ছাত্র পরিষদের

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:45 PM IST

thumbnail

আগামী একসপ্তাহ ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব ৷ সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এই কর্মসূচির ডাক দেন ৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ তৃণাঙ্কুর অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে শিক্ষা ব্যবস্থায় গৈরিকিকরণের চেষ্টা করছেন তিনি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার দাবিতে সরব হয়েছে ৷ বিধানসভায় সেই সংক্রান্ত সংশোধনী পাশ করিয়েছে রাজ্য সরকার ৷ যে বিলে রাজ্যপাল সই না করায়, তাই লাগু করতে পারছে না উচ্চশিক্ষা দফতর ৷

তৃণাঙ্কুরের বক্তব্য, "রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই ৷ এই বিক্ষোভ কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও চলবে ৷ প্রতিটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হোক ৷ এই রাজ্যপাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন ৷ উপাচার্যদের রাজ্যের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখতে দেওয়া হচ্ছে না ৷ এই রাজ্যপাল জগদীপ ধনকরের মতো প্রমোশন পাবেন দেখে এসব করছেন। যদি আমাদের দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলন হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.