Fake Rail Tickets Maker: রেলের জাল টিকিট তৈরির অভিযোগে গ্রেফতার এক

By

Published : Mar 27, 2023, 8:50 AM IST

thumbnail

আইআরসিটিসির জাল আইডি তৈরি করে অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে পানাগড় আরপিএফের হাতে গ্রেফতার এক ব্যবসায়ী (One Arrested for Making Fake Railway Tickets) ৷ ধৃতের বাড়ি বুদবুদের চাকতেতুল এলাকায়, নাম অনির্বাণ রায়। গ্রেফতারির পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ও বেশ কিছু পুরনো রেলের টিকিট। সেগুলি পানাগড়ের আরপিএফের কাছে রাখা আছে। ধৃতকে সোমবার আসানসোল জেলা আদালতে পাঠানো হবে। পানাগড় আর পিএফ (RPF) পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানিয়েছেন, রবিবার বুদবুদ থানা এলাকার মানকরের অভিযান চালিয়ে ওই ব্যবসায়ী অনির্বাণ রায়কে গ্রেফতার করা হয়।

পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও বহুবার জাল টিকিট কারবারীদের ধরা পড়তে হয়েছে রেল পুলিশের হাতে। মাত্র কিছুদিন আগেই দুর্গাপুরেও এরকম এক জাল টিকিট কারবারিকে গ্রেফতার করেছিল রেল পুলিশ। রেলের টিকিটের প্রতিদিন চাহিদা বাড়ার কারণে এখনও বহু জায়গায় সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য এরকম বেশ কিছু চক্র কাজ করে বলে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই বিষয়ে রেল পুলিশের কাছে সূত্র মারফত সামান্যতম কোনও খবর এসে পৌঁছালে রেল পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয় বলেও জানিয়েছেন রেল পুলিশের কর্তারা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.