Abhishek Banerjee: অভিষেকের সভায় নেই অ্যাম্বুলেন্স, টোটোই ভরসা অসুস্থ কর্মীর চিকিৎসায়

By

Published : Apr 29, 2023, 8:10 PM IST

thumbnail

জলপাইগুড়িতে শনিবার 5 দিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ কর্মসূচি ৷ এদিন ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দির চত্বরে সভার আয়োজন করা হয়েছিল ৷ বেলা 11টায় অভিষেকের এই মন্দিরে আসার কথা ছিল ৷ ফলে কর্মী সর্মথকরা অধীর অপেক্ষায় রয়েছেন । নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জটিলেশ্বর মন্দিরে পৌছায়নি । তীব্র গরমে মন্দির চত্বরের নেতা-কর্মীরা অপেক্ষায় থাকেন অভিষেকের জন্য । এই সভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো থাকলেও, ছিল না আপৎকালীন ব্যবস্থা ৷ সভায় কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না ৷ তাই সমস্যার সৃষ্টি হয় ৷ এদিন জটিলেশ্বর মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এসেই অসুস্থ হয়ে পড়েন সঞ্চিতা দাস নামে ওই দলীয় কর্মী ৷ অথচ অ্যাম্বুল্যান্সের মতো আপৎকালীন ব্যবস্থা না-থাকায় সমস্যায় পড়তে হয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৷ তড়িঘড়ি স্থানীয় তৃণমূল কর্মীরা ওই মহিলাকে টোটোতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । কিন্তু প্রশ্ন উঠছে কী করে এত বড়ো অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের ব্য়বস্থা করা হল না । যদিও বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন তৃণমূল জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় । এই ঘটনার পরেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সভাস্থলে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.