Aadhaar-ATM Cards Recovered: কাবাড়ি খানা থেকে উদ্ধার একাধিক আধার ও এটিএম কার্ড

By

Published : Apr 3, 2023, 4:40 PM IST

thumbnail

কাবাড়ি খানা থেকে উদ্ধার বস্তাবন্দি আধার কার্ড, পোস্ট অফিসের পাশবই-সহ একাধিক এটিএম কার্ড। ওই উদ্ধার হওয়া আধার কার্ড, প্যান কার্ড, পাশবই ও এটিএম কার্ডে পোস্ট অফিসের লোগো দেওয়া ৷ ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং মোড় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া ডাকঘর কর্তৃপক্ষ এবং পুলিশ। উল্লেখ্য, এর আগে হাওড়ার জগৎবল্লভপুরের ফাঁকা মাঠে গর্ত করতে গিয়ে পাওয়া যায় শ'য়ে শ'য়ে বস্তাবন্দি আধার কার্ড। পাঁচিলের ভিতের জন্য মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় একটি পলিথিনের ব্যাগ। ব্যাগ খুলতে দেখা যায় তার ভিতরে রয়েছে কয়েকশো আধার কার্ড।

গুনে দেখা যায় প্রায় 700টি আধার কার্ড রয়েছে ওই ব্যাগটিতে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে আধার কার্ড গুলি উদ্ধার করে। প্রসঙ্গত, রাজ্যে বারবার এভাবে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হচ্ছে আধার কার্ড। এমন আধার কার্ড উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর আশংকা, এসবের জেরে আরও অন্য বিপদও হতে পারে। বর্তমানে, সরকারি নির্দেশিকা অনুযায়ী, আধার নম্বরের সঙ্গে প্যান থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্টও লিংক করা থাকে। এই ধরনের কার্ডের সাহায্য়ে সেই ব্যক্তিগত নথিতে হাত পড়তে পারে দুষ্কৃতীদের বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.