Leopard in MP: 'অসুস্থ' চিতাবাঘকে ঘিরে ছবি, পিঠে ধাক্কা; মধ্যপ্রদেশে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন পরিবেশবিদদের

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 2:16 PM IST

thumbnail

চিতাবাঘকে ঘিরে ধরে তার সঙ্গে দিব্য ছবি তুলছে বহু মানুষ ৷ তবে চিতাবাঘটিকে কোনও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি ৷ এমন একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদসংস্থা পিটিআই ৷ এতে পরিবেশবিদরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একরেলা গ্রামে একটি চিতাবাঘ দেখতে পায় স্থানীয়রা ৷ তার ধরন দেখে মনে করা হচ্ছে, সেটি অসুস্থ ৷ হয়তো সেই জন্য চারদিকে স্থানীয়রা হইচই করলেও চিতাবাঘটি আক্রমণের চেষ্টা করেনি ৷

চিতাবাঘটিকে পাকড়াও করতে খবর যায় বনদফতরের কাছে ৷ কর্তব্যরত এক বনকর্মী বলেন, "চিতাবাঘটিকে ধরতে উজ্জয়িনী থেকে একটি দল আসছে ৷ তাকে ধরা হবে ৷ এরপর উচ্চাধিকারিকরা যেমন নির্দেশ দেবেন, সেই অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হবে ৷" এদিকে ঝিমিয়ে থাকা চিতাবাঘটিকে ঘিরে বসে থাকতে দেখা গেল বহু মানুষকে ৷ অসুস্থতার সুযোগে চিতাবাঘটির সঙ্গে ছবিও তোলা হল ৷ এমনকী এক ব্যক্তি চিতাবাঘটিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ৷ অসুস্থ চিতাবাঘটির পিঠের উপর বসার চেষ্টাও করছে ৷ ভিডিয়োয় এই দৃশ্য ধরা পড়েছে ৷ পরিবেশবিদরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কীভাবে প্রশাসনের চোখের সামনে একটি অসুস্থ চিতাবাঘের সঙ্গে এমন আচরণ করার সাহস পেল আমজনতা ?

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.