Chardham Yatra 2023: প্রতিকূল আবহাওয়াতেই উৎসব, 6 মাস পর ফের ভক্তমাঝে বাবা কেদারনাথ

By

Published : Apr 25, 2023, 11:38 AM IST

thumbnail

সাজো সাজো রব উত্তরাখণ্ডের কেদারনাথে ৷ দীর্ঘ ছ'মাসের প্রতীক্ষা শেষ ৷ ভক্তদের জন্য আজ 25 এপ্রিল মঙ্গলবার থেকে খুলে দেওয়া হল ভগবান কেদারনাথ মন্দিরের দরজা ৷ এদিন সকাল 6টা 20 মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণে খোলা হয় মন্দির ৷ ছ'মাস ভক্তদের জন্য উন্মোচিত থাকবে এই মন্দিরের দ্বার ৷ আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই সোমবার পালকিতে চড়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বাবা কেদারনাথ ৷ 23 কুইন্টাল ফুলে মন্দির সাজানোর কাজও সম্পূর্ণ হয়েছে ৷ অনবরত তুষারপাতের মাঝেই শেষ করা হয়েছে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতির কাজ ৷ আজ সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে খুলছে মন্দির ৷ ইতিমধ্যেই হাজার হাজার ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ ধামে ৷ ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হবে কেদারনাথের আকাশ বাতাস ৷ আগামী ছ'মাস ভক্তদের ভিড়ে গমগম করবে হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির ৷ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই কেদারনাথ ধাম ৷ প্রতি বছর বহু ভক্ত বাবা কেদারের দর্শনের জন্য মুখিয়ে থাকেন ৷ আজ থেকে শুরু হল দর্শন ৷ যা চলবে আগামী 6 মাস ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.