Kali Puja Parikrama 2022: পুজো পরিক্রমায় কালিয়াগঞ্জ ত্রিধারা সংঘ, নজর কাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের তৈরি কাল্পনিক মন্দির

By

Published : Oct 25, 2022, 10:35 AM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

thumbnail

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বড় বাজেটের পুজো হল ত্রিধারা সংঘের কালীপুজো(Kali Puja Parikrama at Kaliyaganj Tridhara Sangha)৷ 47-তম বর্ষে এবার রাজস্থানের কাল্পনিক একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ(Kali Puja Parikrama 2022)৷ আলো ঝলমলে এই মণ্ডপ নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই তৈরি করা হয়েছে ৷ এছাড়াও দেবী কালীর বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে এখানে ৷ মূর্তি তৈরি করেছেন হরিরামপুরের মৃৎশিল্পী ৷ সঙ্গে রয়েছে শিলিগুড়ির আলোকসজ্জা ৷ এবার ত্রিধারা সংঘের পুজোর বাজেট প্রায় 25 লাখ ৷ আলোর উৎসবে এই মণ্ডপের বিচ্ছুরিত আলো এক নিমেষে আপনার মন ভালো করে দেবে ৷ সঙ্গে মন কাড়বে সাবেকি প্রতিমাও ৷

Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.