JP Nadda in Dakshineswar Temple: রবিবাসরীয় সকালে দক্ষিণেশ্বরে পুজো দিলেন সস্ত্রীক জেপি নাড্ডা, দেখুন ভিডিয়ো

By

Published : Aug 13, 2023, 12:30 PM IST

Updated : Aug 13, 2023, 1:51 PM IST

thumbnail

দু'দিনের বঙ্গ সফরে এসে রবিবার দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এই দিন সস্ত্রীক ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন বিজেপির বর্ষীয়ান এই নেতা ৷ মন্দির চত্বরে তিনি প্রবেশ করতেই, বিজেপির সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি তোলেন ৷ এরপর মন্দিরে প্রবেশ করে দক্ষিণাকালী মন্দিরে মায়ের চরণে ফুল দেন তিনি ৷ জবার মালাও দেন ৷ এরপর ধূপ-ধুনো দিয়ে মায়ের পুজো করেন ৷ পুজো দিয়ে এসে তিনি সংবাদমাধ্যমকে মায়ের কাছে নিজের প্রার্থনার কথা জানান ৷ তিনি বলেন, "আজ ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে ৷ এই জায়গা তৈরি করেছিলেন রানি রাসমণি ৷ 1847 সালে এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল এবং 1855 সালে মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে ৷ যে মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মহান মানুষেরা যুক্ত ছিলেন, সেই মন্দিরে পুজো দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে ৷" তিনি আরও বলেন,"আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যে, আমাকে, আমার সহযোদ্ধাদের, দলের প্রতিটি কর্মীকে সেই শক্তি দিক যাতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মা ভারতের সেবায় নিয়োজিত হতে পারি ৷" গত  শুক্রবার দু'দিনের সফরে বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম রাজ্যে আসেন তিনি ৷ নাড্ডা। এই দু'দিন দলের নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি ৷ সফরের শেষ দিন রবিবাসরীয় সকালে দক্ষিণেশ্বরে পুজো দেন জেপি নাড্ডা ৷

Last Updated : Aug 13, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.