WBJEE Topper Interview: ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায় জয়েন্টে প্রথম সাহিল

By

Published : May 26, 2023, 11:10 PM IST

thumbnail

আজই প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ৷ এবার পাশের হার 99.4 শতাংশ ৷ এই পরীক্ষায় শরীরিক প্রতিকূলতাকে কাটিয়ে শীর্ষ স্থান অধিকার করেছে বোসপুকুরের সাহিল আখতার ৷ ডিপএস তথা দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সে ৷ অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তার র‍্যাঙ্ক 261 । শুধুমাত্র পড়াশুনা নয় বিভিন্ন অলিম্পিয়াডেও সে অংশগ্রহণ করেছে । পড়াশোনার পাশাপাশি গান বাজনাতেও আগ্রহ রয়েছে সাহিলের । কীবোর্ড বাজাতেও ভালবাসে সাহিল । পড়াশোনা পাশাপাশি একটু সময় পেলেই কি-বোর্ড বাজাত ৷ আগামিদিনে ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায় ৷ আগ্রহ রয়েছে অ্যাস্ট্রো ফিজিক্সেও ৷ তাই বাড়িতে রাখার টেলিস্কোপ দিয়েই খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত গ্রহের অবস্থান দেখত সাহিল ।

প্রসঙ্গত, চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য 1 লক্ষ 24 হাজার 919 জনের নাম নথিভুক্ত হয়েছিল ৷ গত বছরে এই সংখ্যা ছিল 1 লক্ষ 1 হাজার 413 জন ৷ এই বছর পরীক্ষা দিয়েছেন 97 হাজার 524 জন ৷ এ রাজ্যে পরীক্ষায় বসেছিলেন 69 হজার 981 জন ৷ পুরুষ পরীক্ষার্থী ছিলেন 47 হাজার 646জন ৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 22 হাজার 335 জন ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.