বিশ্বকাপ ট্রফির বিরাট রেপ্লিকা বাঁকুড়ায়, ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালের উন্মাদনা তুঙ্গে
রাত পেরোলেই বিশ্বকাপের ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 2003 বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি নয়, এবার ভারতের হাতেই উঠবে বিশ্বকাপ ৷ এমনই আত্মবিশ্বাসে বাঁকুড়া শহরজুড়ে। জাতীয় পতাকা, বিশ্বকাপের বিশাল-বিশাল রেপ্লিকা আর রোহিত-বিরাটদের কাটআউটে ভরে উঠেছে বাঁকুড়ার রাস্তাঘাট। মুহুর্মুহু উঠছে দেশের নামে জয়ধ্বনি।
এবার বিশ্বকাপের গোড়া থেকেই আশা জাগাচ্ছে ভারত। একটিও ম্যাচে না-হেরে ভারতের বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো এই প্রথম। স্বাভাবিকভাবে তৃতীয়বারের জন্য ভারতের বিশ্বকাপ জেতা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন দেশবাসী। একের পর এক ম্যাচে রোহিত, কোহলি, শামি, বুমরা, জাদেজাদের নজিরবিহীন পারফরম্যান্স সেই আশায় অক্সিজেন জুগিয়েছে। সারা দেশের সঙ্গে বাঁকুড়ার মতো প্রান্তিক জেলা শহরও বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটছে উত্তেজনার উত্তাপে।
সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারদও ততই চড়ছে। ইতিমধ্যেই শহরের পাড়ায়-পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় পতাকায় কার্যত মুড়ে ফেলা হয়েছে রাস্তাঘাট। টাঙানো হয়েছে ভারতের খেলোয়াড়দের বিশাল সব কাটআউট। তৈরি হয়েছে বিশ্বকাপ ট্রফির বিরাট সব রেপ্লিকা। সকলেই আত্মবিশ্বাসী 2003 বিশ্বকাপ ফাইনালের বদলা নেবে ভারত।