ফাইনালের আগে দেদার বিকোচ্ছে টিম ইন্ডিয়ার টি-শার্ট, লাভের আশায় মুম্বই-কলকাতার হকাররা

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 8:11 AM IST

Updated : Nov 18, 2023, 8:18 AM IST

thumbnail

2003 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া ৷ সেবার অবশ্য ট্রফি গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে ৷ 2023 সালের 19 নভেম্বর ফের সম্মুখ সমরে দুই দেশ ৷ রবিবার এই খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ তাই এই সুযোগে ভালো বিক্রির আশায় স্টেডিয়ামের সামনে হাজির হয়েছেন কলকাতা, মুম্বইয়ের টি-শার্ট বিক্রেতারা ৷ 

ক্রিকেট জ্বরে কাঁপছে আসমুদ্রহিমাচল ৷ তাই এমন সময়ে বিক্রিবাট্টা ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা ৷ স্টেডিয়ামের কাছে ফুটপাথেই বিকোচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি ৷ কোনও জার্সিতে লেখা রয়েছে বিরাট কোহলির নাম ৷ কোনওটায় লেখা অন্য কারও নাম। মুম্বই বা কলকাতা থেকে আসা এই হকারদের লক্ষ্য, বিশ্বকাপ মরশুমের শেষ দিনে কমপক্ষে 50 হাজার টাকা রোজগার করা ৷ 

21 বছর বয়সি এক বিক্রেতা টি-শার্ট বলেন, "আমি আমার মামার সঙ্গে এখানে এসেছি ৷ টি-শার্ট বিক্রি করছি ৷ এর আগের ম্যাচগুলোতেও টি-শার্ট বিক্রি হয়েছে ৷ আমরা সারারাত স্টেডিয়ামের বাইরেই থাকি ৷ 700টি শার্ট বিক্রি হয়েছে ৷ কমবেশি 1 লক্ষ টাকা উপার্জন করেছি ৷ আরও 300 টি-শার্ট নিয়ে এসেছি ৷ কমপক্ষে 50 হাজার টাকার বিক্রি তো করবই ৷"

Last Updated : Nov 18, 2023, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.