Governor at Panchanan Barma University: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল, দিলেন চরিত্র গঠনের বার্তা

By

Published : Feb 4, 2023, 9:36 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

thumbnail

কোভিডের কারণে তিন বছর পর শনিবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হল । শনিবার কোচবিহার জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের কথা তুলে ধরেন তিনি । পাশাপাশি নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে বলে মত পোষণ করেন রাজ্যপাল । এছাড়াও বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের প্রসঙ্গও বক্তব্যে সুন্দরভাবে তিনি তুলে ধরেন । 

সমাবর্তন অনুষ্ঠানে এ দিন বিশ্ববিদ্যালয়ের 2020 থেকে 2020 সাল এই তিন বছরের 282 জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে সোনাও রুপোর পদক তুলে দেওয়া হয় । এর মধ্যে 137 জনকে সোনার পদক ও 145 জনকে রুপোর পদক দেওয়া হয়েছে । এছাড়াও পিএইচডির 36 জন ও এম ফিলের 21 জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় । যদিও ছাত্র-ছাত্রীদের পদক দেওয়ার আগেই অনুষ্ঠান মঞ্চ থেকে চলে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । ছাত্র-ছাত্রীদের হাতে পরে সেই পদক ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবকুমার মুখোপাধ্যায় । সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ড. তাপসকুমার কুণ্ডু, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফেলি প্রমুখ ।

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.