Topsia Fire: তপসিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন, 10 ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে

By

Published : Apr 21, 2023, 10:00 PM IST

thumbnail

শুক্রবার ভরসন্ধ্যায় তপসিয়ায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় আগুন ৷ যদিও পুলিশ জানায় প্রথম আগুন লাগে এলাকার একটি ট্রান্সফর্মারে । সেখান থেকে আগুন পাশের ওই কারখানায় ছড়িয়ে পড়ে । দমকলের অভিযোগ যে, কারখানাটি দাহ্য পদার্থে ঠাসা থাকায় কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে । এলাকার বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান । পরে খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে । ঘটনাস্থলে আসে দমকলের 10টি ইঞ্জিন ।

দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে । তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও । তপসিয়ার সাপগাছি অটোস্ট্যান্ডের কাছে একটি পিভিসি কারখানার পাশে থাকা ট্রান্সফর্মারে ফ্ল্যাস হতে দেখেন এলাকার বাসিন্দারা । আগুন লাগার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । কারখানায় সিইএসসি বক্স থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর । তবে দমকলের 10টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, দমকল অনেক দেরিতে এলাকায় আসেন । যদিও দমকলের অভিযোগ এলাকাটি এতটা ঘিঞ্জি এবং স্থানীয়রা সাহায্য না করায় এলাকায় ইঞ্জিন ঢোকাতে দেরি হয় । যদিও আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.