SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনুকে আদালতে পেশ ইডির

By

Published : Mar 11, 2023, 4:36 PM IST

thumbnail

স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে (TMC Leader Shantanu Banerjee) ৷ শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়৷ তার আগে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে থাকা ইডির অফিস (ED Office at Saltlake CGO Complex) থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Hospital) ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷ তার পর তাঁকে নিয়ে ইডি আধিকারিকরা চলে যান আদালতে ৷ ইডি সূত্রে খবর, শান্তনুর হুগলির বাড়ি থেকে স্কুলে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি মিলেছে ৷ প্রায় 300 অযোগ্য প্রার্থী ওএমআর শিট পাওয়া গিয়েছে ৷ তবে এদিন সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই উত্তর দেননি শান্তনু ৷ একবার শুধু তিনি বলেন, ‘‘কিছু করিনি ৷’’ যদিও শুক্রবার প্রায় সাত ঘণ্টা জেরা করার পর সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয় শান্তনুকে ৷ তাঁর সঙ্গে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) যোগাযোগ রয়েছে বলে খবর ৷ কুন্তলও নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন ৷ ইডি সূত্রে খবর, শান্তনুকে হেফাজতে নিতে চায় ইডি ৷ কারণ, তদন্তকারীরা মনে করছেন যে শান্তনুকে জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.