Durga Puja 2023: প্যান্ডেল নেই, 'রিফিউজি দুর্গা'র ট্রামের ভিতরেই দেবীর বোধন

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 8:04 PM IST

thumbnail

কলকাতার বুকে ট্রামের বয়স প্রায় 150 বছর ৷ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে চলমান ট্রাম ৷ অন্যদিকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা ৷ দুই ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন হল অন্য রকমভাবে ৷ চলতি বছর অভিনবভাবে ট্রামের ভিতর দুর্গা পুজো দেখে মুগ্ধ দর্শনার্থীরা ৷ কোনও প্যান্ডেলে নয়, উমা চার সন্তানকে নিয়ে হাজির হয়েছেন ট্রামের কামরার ভেতরে। এখানে পুজোর থিম 'রিফিউজি দুর্গা'। স্বেচ্ছাসেবী সংগঠন সীডস ফাউন্ডেশনের উদ্যোগে রূপান্তরকামী এবং তাঁদের দত্তক নেওয়া সন্তানদের নিয়ে হচ্ছে এই পুজো। এসপ্লানেডের ট্রাম ডিপোর একটি ট্রাম সাজানো হয়েছে পুরনো রাজবাড়ির আদলে। এখানে প্রতিমার সাজ সাবেকী। বারোয়ারী পুজোর মেজাজ নিয়ে আসা হয়েছে ট্রামে। l থার্মোকল ও কাপড় কেটেই সাজানো হয়েছে মণ্ডপটি। পুজো থেকে শুরু করে দুর্গাপুজোর অঞ্জলী, প্রসাদ বিতরণ সমস্ত কিছুই হবে এই হেরিটেজ ট্রামে। পুজোর ক'দিন ট্রামে থাকছে চায়ের আড্ডার আসর। সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর উদ্যোক্তা অমৃতা সিং জানিয়েছেন যে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি মূলত দুঃস্থ শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে থাকে। এই বছর তাঁদের ইচ্ছে ছিলো দুর্গা পুজো করার। তাই তাঁদের ইচ্ছেকে মান্যতা দিয়ে হেরিটেজ ট্রামের মধ্যে হেরিটেজ পুজো করার ভাবনা। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.