Chhath Puja 2022: মালদায় ছটপুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার

By

Published : Oct 30, 2022, 5:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

thumbnail

ছটপুজোর (Chhath Puja 2022) আগে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা এলাকার সমস্ত ঘাট পরিদর্শন করলেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্তারা । প্রায় ঘণ্টা দেড়েক সময় ধরে স্পিডবোটে করে সমস্ত এলাকা ঘুরে দেখেন তাঁরা । আজ দুপুরে মালদা শহরের মিশনঘাট এলাকা থেকে মহানন্দার সমস্ত ঘাটের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক (District Magistrate) নিতীন সিংঘানিয়া ও পুলিশ সুপার (Superintendent of Police) প্রদীপকুমার যাদব । সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার শাহ, ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার (Malda Municipality) চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও কার্তিক ঘোষ-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । বিভিন্ন ঘাটে লাইট, মাইকের ব্যবস্থা করা হয়েছে । নিরাপত্তার জন্য বোটও মোতায়েন থাকছে । এই উৎসবের মরশুমে নিরাপত্তা বজায় রাখতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে (Preparations of Chhath Puja in Malda) ।

Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.