বেলা বাড়ার সঙ্গে বিজেপির সভায় বাড়ছে ভিড়, ধর্মতলামুখী একাধিক মিছিল

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 1:28 PM IST

thumbnail

BJP Mega Rally in Kolkata: আজ ধর্মতলায় বিজেপির ঐতিহাসিক সভা ৷ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির হেভিওয়েট বিধায়ক-নেতারা ৷ শাহী সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় এসে হাজির হয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে ৷ গেরুয়া পতাকা হাতে একাধিক মিছিল এসে মিলছে ভিক্টোরিয়া হাউসের সামনের সভামঞ্চে ৷  আগত মানুষদের মুখে একটাই কথা, 'তৃণমূল সরকার আর চাই না ।' তাদের বঞ্চনার কথা তুলে ধরতে এই সমাবেশে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি সমর্থকরা ।

21 জুলাইয়ের সভাস্থলে বুধবার বিজেপির এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে । আজ এখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বাকি নেতৃত্বরা । তবে সভায় আসা মানুজনের মুখে কেবল অমিত শাহের নাম । তিনি এই মঞ্চ থেকে বাংলার মানুষকে কী বার্তা দেন, তাই শোনার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকেরা ৷  

তবে আজ সকলের নজর মানুষের ভিড়ের দিকেও । যদিও বিজেপির রাজ্য সভাপতি মঙ্গলবারই জানিয়েছিলেন, আজকের এই সভায় ঐতিহাসিক ভিড় হতে চলেছে । ধর্মতলায় বিজেপির সভা কত মানুষ টানতে পারে, সেদিকে লক্ষ্য থাকবে তৃণমূল শিবিরের ৷ কারণ তৃণমূলের 21 জুলাইয়ের মিছিলে রেকর্ড সংখ্যক ভিড় হয় ৷ আজকের সভার ভিড় মূলত 'প্রেস্টিজ ফাইট' বলে মনে করা হচ্ছে । এছাড়াও মনে করা হচ্ছে, এই সভা থেকে জানা যাবে লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া শিবির সাধারণ মানুষের কাছে কতটা সমর্থন পেতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.