Rahul Gandhi: স্লিপার কোচে বিলাসপুর থেকে রায়পুর গেলেন রাহুল গান্ধি !

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 8:22 PM IST

thumbnail

সোমবার বিলাসপুর থেকে ছত্তিশগড়ের রায়পুর পর্যন্ত ট্রেনে সফর করতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ স্লিপার কোচে অন্যান্য য়াত্রীদের সঙ্গেই এদিন রায়পুর গেলেন রাহুল ৷ তাঁর সঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দলের রাজ্য পর্যবেক্ষক কুমারী শৈলজা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বাইজও ৷ রাহুলকে এদিন ট্রেনের স্লিপার কোচের যাত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। ছত্তিশগড়ের শাসদকদল কংগ্রেস নিয়মিতভাবে দাবি করেছে যে, রেলমন্ত্রক গত কয়েক মাসে রাজ্যে দু'হাজার 600টি ট্রেন বাতিল করেছে ৷ যার জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ ৷ রাহুল গান্ধি এদিন বিকালে বিলাসপুর জেলার তখতপুর উন্নয়ন ব্লকের পারসাদা (সাকরি) গ্রামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠান 'আবাস ন্যায় সম্মেলন'-এ যোগ দিয়েছিলেন। বছরের শেষ দিকে ছত্তিশগড়ে নির্বাচন হওয়ার সম্ভবনা প্রবল। ট্রেনে ওঠার আগে বিলাসপুরে একটি আবাস প্রকল্পেরও সূচনা করেন ওয়েনাডের সাংসদ ৷ এর আগে রাহুলকে কখনও ট্রাক, কখনও ট্রাক্টরে আবার লাদাখে গিয়ে স্পোর্টস বাইকও চালাতে দেখা গিয়েছে ৷ প্রতি ক্ষেত্রেই রাহুল সংশ্লিষ্ট সমাজের মানুষের সমস্যাগুলি বোঝার জন্য চেষ্টা করেছেন বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.