Didir Suraksha Kawach: বাড়ছে নদীভাঙন, দিদির সুরক্ষা কবচে এসে ক্ষোভের মুখে মন্ত্রী বুলু চিক

By

Published : Mar 19, 2023, 10:57 PM IST

thumbnail

'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে যোগ দিতে এসে আবারও এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হল 'দিদির দূত'কে (Didir Doot) ৷ এবারের ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং-1 গ্ৰাম পঞ্চায়েত এলাকা ৷ রবিবার এখানে 'দিদির দূত' হয়ে আসেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক (Bulu Chik Baraik) ৷ কিন্তু, এলাকায় ঢুকতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ৷ বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীবাঁধ দেওয়ায় ভাঙনের সমস্য়া আরও বেড়েছে ৷ বারবার এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি ৷ এই বিষয়ে এদিন সরাসরি মন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন তাঁরা ৷ স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে আরও একটি নদীবাঁধ তৈরি করে দিতে হবে ৷ তা না হলে আগামী বর্ষায় বিপুল ক্ষতি হয়ে যাবে ৷ অন্য এক বাসিন্দা জানান, মেয়ের বিয়ে দেওয়ার পর বছর পার হয়ে গেলেও রূপশ্রী প্রকল্পের টাকা পাননি তিনি ৷ ভেবেছিলেন, মন্ত্রীর কাছে এ নিয়ে অভিযোগ জানাবেন ৷ কিন্তু, তাঁকে মন্ত্রীর সঙ্গে কথাই বলতে দেওয়া হয়নি ! 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.