Berhampore Bypass Opened: উদ্বোধনের আগেই 3 দিনের জন্য খুলল বহরমপুরের বাইপাস, কেন ?

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 12:58 PM IST

thumbnail

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বহরমপুরে 34 নম্বর বাইপাস রাস্তা সাময়িক ভাবে খুলে দেওয়া হল । আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত নবনির্মিত বাইপাস রাস্তা খোলা থাকবে । উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত গাড়ি চলবে ভাগীরথীর উপর নবনির্মিত দ্বিতীয় সেতু দিয়েই । 34 নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুরের পঞ্চাননতলা রেলগেটে রাস্তার সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ।

বহরমপুর শহরকে যানজটমুক্ত করতে বাইপাস রাস্তার নির্মাণ চলছিল দশ বছর ধরে । বেলডাঙা থানার সারগাছি থেকে বহরমপুরের দিকে এসে বলরামপুরে 34 নম্বর বাইপাস রাস্তা ভাগীরথীর উপর ফোর লেনের দুটি ব্রিজের উপর দিয়ে গিয়ে মিশছে মেহেদিপুরে । জমি জটের কারণে এই রাস্তা নির্মাণের কাজে বাধা ছিল । পাশাপাশি ভাগীরথীর উপর কলাবাগানে তৈরি দুটি ব্রিজের নকশায়ও গলদ ছিল । সব সমস্যা মিটিয়ে ইতিমধ্যেই বাইপাসের রাস্তা সম্পন্ন হয়ে গেলেও এখনও অসম্পূর্ণ ডবল লেনের অপর একটি ব্রিজ । কিন্তু তার পাশেই ডবল লেনের একটি সেতুর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে ।

এর আগে, বেশ কয়েকবার কেন্দ্রীয় নেতৃত্ব এই সেতু ও বাইপাস রাস্তা পরিদর্শন করে গিয়েছেন । প্রদেশ কংগ্রেস সভাপতি ব্রিজ পরিদর্শন করে কেন্দ্র সড়ক বিভাগকে চিঠি দিয়ে রাইপাস রাস্তার উদ্বোধনের অনুরোধ জানিয়েছেন । প্রশাসন সূত্রে খবর, দুর্গা পুজোর আগেই ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই অপেক্ষায় রয়েছে জেলাবাসী ।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পাপিয়া সুলতানা বলেন, পঞ্চাননতলায় জাতীয় সড়কের উপরে রয়েছে লালগোলা-শিয়ালদা ডিভিশনের রেল লাইন । এই অংশের কাজ চলার জন্য আপাতত বাইপাস রাস্তা দিয়েই যান চলাচল করবে । যে সকল গাড়ির বহরমপুরে ঢোকার প্রয়োজন নেই সেগুলি বাইপাস দিয়েই চলবে । বহরমপুরে শহরে যাত্রীবাহী সরকারি ও বেসরকারি বাস ঢুকবে চোয়াপুর দিয়ে । রেলব্রিজের উপর দিয়েই গাড়িগুলি বহরমপুরে ঢুকবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাইপাসের । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.