Panchayat Elections 2023: ব্যালট বক্স লুট করে চলল ফুটবল খেলা, ধরানো হল আগুন !

By

Published : Jul 8, 2023, 10:17 PM IST

thumbnail

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের উৎসবে শনিবার দিনভর ছাপ্পা ভোট, অশান্তি, রক্তপাত, খুন, বোমাবাজি, গুলির সাক্ষী থেকেছে বিভিন্ন জেলা ৷ লুট হয়েছে ব্যালট পেপার এমনকি ব্যালট বক্সও ৷ জলপাইগুড়ির রাজগঞ্জে আবার ব্যালট বক্সও লুট করে কার্যত ফুটবল খেলে ও পরে তাতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ৷

শনিবার বিকেলে রাজগঞ্জের শিকারপুরে উত্তেজনা ছড়ায় । বুথ থেকে ব্যালট বক্স বের করে জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে ধোপগুড়ির 18/60 নম্বর বুথে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ বুথে দেদার ছাপ্পা চলছিল । ছাপ্পার অভিযোগ ওঠে তৃণমূল দিকে । এরপরই ভোট দিতে না-পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা । ছাপ্পার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তাঁরা । এই বুথে দরজা বন্ধ করে ছাপ্পা মারতে শুরু করে তৃণমূল কর্মীরা ৷ এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তেজিত জনতা । এরপর তৃণমূল ছাপ্পা মেরে চলে যাবার পরেই ব‍্যালট বক্স নিয়ে কার্যত ফুটবল খেলতে শুরু করেন গ্রামবাসীরা । এরপর ব্যালট-সহ বক্সে আগুন দেওয়া হয় ৷ এদিন ভোট চলাকালীন জলপাইগুড়ির একাধিক এলাকা থেকে ভোট লুটের অভিযোগ এসেছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.