Ghatal Shishu Mela 2023: ঘাটাল শিশু মেলার উদ্বোধনে রঞ্জিত মল্লিক, দেবের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন

By

Published : Jan 17, 2023, 11:04 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

thumbnail

দু'বছর করোনা অতিমারী (Covid Situation) কাটিয়ে এবার ফের শুরু হল ঘাটাল উৎসব ও শিশু মেলা (Ghatal Shishu Mela 2023) ৷ সোমবার মহাসমারোহে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অভিনেতা রঞ্জিত মল্লিক (Actor Ranjit Mallick)। এছা়ড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস-সহ থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা । বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন হল । 

এ বছর ঘাটাল উৎসব ও শিশু মেলা 34তম বর্ষে পদার্পণ করল ৷ অরবিন্দ স্টেডিয়ামে (Arabinda Stadium) 10 দিন ধরে চলবে এই মেলা । বিভিন্ন সামগ্রীর দোকানের পাশাপাশি মেলায় কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টলও থাকছে । এছাড়াও মেলা চলাকালীন প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সান্ধ্যকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ যেখানে হাজির থাকবেন নামী শিল্পীরা । যদিও এ দিন মেলার উদ্বোধনের অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেতা তথা স্থানীয় সাংসদ দেব'কে ( Local MP deepak adhikari Alias Dev was absent in the event) । আর তাঁর অনুপস্থিতি নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা । 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.