Gold Smuggling: জুতোর সোলে পাচারের চেষ্টা, দেড় কোটি মূল্যের সোনার বিস্কুট-সহ ধৃত ভিনরাজ্যের 2

By

Published : Jun 7, 2023, 3:24 PM IST

thumbnail

জুতোর সোলে লুকিয়ে ফের সোনা পাচারের চেষ্টা । অভিযান চালিয়ে তা বানচাল করে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ তথা ডিআরআই । অভিযানে উদ্ধার হয়েছে দেড় কোটির সোনা । ঘটনায় গ্রেফতার অসমের ধুবরির বাসিন্দা সোনাউল্লা সিকদার ও বিহারের কাটিহারের বাসিন্দা দিবাকর দাস ৷ বুধবার ধৃতদের আদালতে তোলা হয় ৷ মূলত মায়ানমার হয়ে সোনা ভারতে আসত । অসম হয়ে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে তা পাচার করা হত । কিন্তু এবার মায়ানমারের পরিবর্তে সোনা এসেছিল বাংলাদেশ থেকে । কিন্তু সেই পরিকল্পনাতেও জল ঢেলে দিল ডিআরআই । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 17 পিস সোনার বিস্কুট । যার বাজারমূল্য 1 কোটি 49 লক্ষ 20 হাজার 570 টাকা ৷

বাংলাদেশ থেকে ওই সোনা সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছয় । এরপর তা কোচবিহারের তুফানগঞ্জ থেকে বিহারের ডালখোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 31 নম্বর জাতীয় সড়ক থেকে ধৃতদের গ্রেফতার করে ডিআরআই । তুফানগঞ্জ থেকে বাসে করে ওই সোনা বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ডিআরআই ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.