সোহিনীর গায়ে সূঁচের খোঁচা রাজদীপের ! কী হল এরপর ?

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:27 PM IST

thumbnail

New Bengali Serial Dwitiyo Basanta: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত'। 18 ডিসেম্বর থেকে রোজ রাত আটটায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক । আর এই ধারাবাহিকেই নতুন এক জুটিকে পেতে চলেছে দর্শক । সোহিনী গুহ রায় এবং রাজদীপ গুপ্ত ৷ সিঙ্গল ফাদার এবং সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করছেন দু'জনে । ধারাবাহিকের ধারা মেনে এরা এক হবে সেটাই স্বাভাবিক । কিন্তু অফস্ক্রিনে কেমন এই জুটির বন্ধুত্ব ? জানতে গিয়ে জানা গেল, সোহিনীর গায়ে সূঁচ ফুটিয়ে দিয়েছিলেন রাজদীপ । এরপর নাকি রক্তও বেরিয়ে যায় সোহিনীর হাত থেকে । তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে রয়েছে আরও বেশ কয়েকটি চেনা মুখ ৷ কনক ভট্টাচার্যের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকের পরিচালনা করছেন অমিত দাস । সোহিনী এবং রাজদীপ দু'জনেই ছোট, বড় এবং ওয়েবের পরিচিত মুখ । কীভাবে সামাল দেন তাঁরা সবদিক ? একইভাবে এত কম বয়সেই বাবা ও মায়ের চরিত্র করে ফেললেন দু'জনে । এই সব কিছু নিয়েই তাঁরা নিজেদের বক্তব্য পেশ করলেন ইটিভি ভারতের কাছে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.