AMC Election 2022 : আসানসোল পৌরনিগম ভোটে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রতি বুথে সশস্ত্র পুলিশ

By

Published : Feb 11, 2022, 5:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

thumbnail

আগামিকাল আসানসোল পৌরনিগমের নির্বাচন (AMC Election 2022) ৷ তার আগে আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে নির্ধারিত বুথে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা ৷ মোট 53টি কাউন্টার করা হয়েছে আসানসোলের ডিসিআরসিতে ৷ আসানসোল পৌরনিগমে 106টি ওয়ার্ড রয়েছে ৷ যেখানে মোট প্রার্থীর সংখ্যা 431 জন ৷ এর মধ্যে তৃণমূল 106, বামফ্রন্ট 105, বিজেপি 102, কংগ্রেস 52, অন্যান্য 4, নির্দল 62টি ওয়ার্ডে লড়ছে ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্র আছে 1182টি ৷ তার মধ্যে স্থায়ী ভোটগ্রহণ কেন্দ্র 1020 ও সম্প্রসারিত কেন্দ্র 182টি ৷ মোট ভোটকর্মী 6 হাজার ৷ তার মধ্যে 1200 ভোটকর্মী রিজার্ভ হিসেবে থাকবেন ৷ প্রতিটি ভোটকেন্দ্রে 3 জন করে পুলিশ কর্মী থাকবেন ৷ তার মধ্যে দু’জন সশস্ত্র পুলিশ বাহিনীর (Armed Police Force for Asansol Municipal Corporation Election) ৷ আসানসোল পৌরনির্বাচনে মোট ভোটার 9 লক্ষ 42 হাজার 88 জন । পুরুষ ভোটার 4 লক্ষ 84 হাজার 344 জন । মহিলা ভোটার 4 লক্ষ 57 হাজার 703 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 41 জন।

Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.