ETV Bharat / t20-world-cup-2022

T-20 World Cup: টস জিতে বোলিং বাংলাদেশের, শুরুতেই আউট রোহিত

author img

By

Published : Nov 2, 2022, 1:09 PM IST

Updated : Nov 2, 2022, 1:59 PM IST

টি-20 বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের বিরুদ্ধে টস হেরে আগে ব্যাটিং করছে ভারত ৷ আজ অ্যাডিলেডে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে গ্রুপে চতুর্থ ম্যাচ খেলছেন রোহিত শর্মারা ৷

T-20 World Cup India vs Bangladesh Toss
T-20 World Cup India vs Bangladesh Toss

অ্যাডিলেড, 2 নভেম্বর: টি-20 বিশ্বকাপে (T20 World Cup) মেঘাচ্ছন্ন অ্যাডিলেডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ৷ বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ 2-এ চতুর্থ ম্যাচে ভারতীয় দলে একটি বদল করা হয়েছে ৷ দীপক হুডার বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল ৷ (India vs Bangladesh) ৷ এই ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পেলেন না ঋষভ পন্থ এবং যুজবেন্দ্র চহাল ৷

এ দিন অ্যাডিলেডে ওভারকাস্ট কন্ডিশনে কিছুটা মন্থর গতিতে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ রোহিত এ দিন মাত্র 2 রানে ডানহাতি মিডিয়াম পেসার হাসান মেহমুদের বলে পয়েন্টে ক্যাচ আউট হন ৷ তার আগে তাসকিনের ওভারে মিড উইকেট বাউন্ডারিতে রোহিতের ক্যাচ ফেলেন মেহমুদ ৷ তবে, তার খেসারত দিতে হয়নি বাংলাদেশকে ৷ এ দিন ভারতীয় দলে একটা পরিবর্তন করা হয় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পাওয়া দীপক হুডাকে বসিয়ে ফের অক্ষরকে প্রথম একাদশে ফেরানো হয়েছে ৷

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-20 ম্যাচে উঠল 501 রান ! ভাঙল সব রেকর্ড

ভারত আজকের ম্যাচ জিতে সেমি-ফাইনালে যাওয়া নিশ্চিত করতে চাইবে ৷ উল্লেখ্য এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে ভারত ৷ এ দিন রোহিত আউট হওয়ার পর, কোহলি এবং কেএল রাহুল ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷

Last Updated : Nov 2, 2022, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.