ETV Bharat / t20-world-cup-2022

Sachin Tendulkar: 'একরাতে পয়লা নম্বর হওয়া যায় না', দুঃসময়ে রোহিতদের পাশে 'মাস্টার-ব্লাস্টার'

author img

By

Published : Nov 13, 2022, 6:09 PM IST

Getting No One Does not Happen Overnight Sachin Tendulkar Backs Team India
Getting No One Does not Happen Overnight Sachin Tendulkar Backs Team India

টি-20 বিশ্বকাপে ব্যর্থ ভারতীয় দলের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Backs Team India) ৷ সমালোচকদের পালটা জবাব দিলেন মাস্টার-ব্লাস্টার ৷ জানালেন, বিশ্বের পয়লা নম্বর দল হওয়া একরাতের কাজ নয় (Getting No One Does not Happen Overnight) ৷

মুম্বই, 13 নভেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে 10 উইকেটে হার ৷ আর তারপর থেকেই এক আকাশ সমালোচনার সম্মুখীন ভারতীয় দল ৷ একাধিক বিষয় নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন ৷ সমালোচিত হয়েছে কোচিং থেকে রোহিতের নেতৃত্ব ৷ কিন্তু দুঃসময়ে ঢাল হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Backs Team India) ৷ রোহিত অ্যান্ড কোম্পানির পাশে দাঁড়িয়ে মাস্টার-ব্লাস্টার বলেন, ‘‘হার অবশ্যই হতাশাজনক ছিল ৷ তবে দলটাকে একটা ম্যাচ দিয়ে বিচার করা উচিত নয় ৷ কারণ সংক্ষিপ্ত ফরম্যাটে পয়লা নম্বর দল ভারত ৷ আর সেটা একরাতে অর্জন হয়নি (Getting No One Does not Happen Overnight) ৷’’

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সচিন ভারতের টি20 ক্রিকেটে এক নম্বর দল হওয়ার পিছনে চলা দীর্ঘ প্রক্রিয়ার উপর গুরুত্ব দেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি মানছি ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হার খুবই হতাশাজনক ছিল ৷ এটা আমাদের মেনে নিতে হবে যে, আমরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারিনি ৷ অ্যাডিলেড ওভাল মাঠের আকৃতি অনুযায়ী 168 রান কখনই যথেষ্ট নয় ৷ যেখানে পুরো মাঠের আকৃতি আলাদা ৷ দু’দিকের স্কোয়ার বাউন্ডারি ছোট ৷ তার মধ্যে আমরা উইকেট তুলতে পারিনি ৷ এটা একটা খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য ৷ একটা খারাপ এবং হতাশাজনক ম্যাচ ৷’’

আরও পড়ুন: নেতৃত্ব থেকে ব্যাটিং-বোলিং, বিকল্প ভাবনার অভাব স্পষ্ট

তবে, সচিনের মতে, ‘‘এক নম্বর জায়গাটায় পৌঁছতে হয়েছে ৷ আর সেটা একরাতের মধ্যে হয়নি ৷ দল একটা দীর্ঘ সময় ধরে ভালো খেলেছে এবং এটা অর্জন করেছে ৷ তাই আমাদের এই একটা ম্যাচের ফলের উপর নির্ভর করে দলকে বিচার করা উচিত নয় ৷ ক্রিকেটাররা কেউ মাঠে নেমে হারতে চায় না ৷ খেলার মধ্যে এই ওঠাপড়া লেগেই থাকে ৷ আমাদের একজোট হয়ে থাকতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.