ETV Bharat / t20-world-cup-2022

T-20 World Cup: একইসঙ্গে ক্যাবিনেটে জোড়া বিশ্বকাপ ট্রফি, বিরল কৃতিত্ব গড়ে অভিনন্দনে ভাসলেন স্টোকস-বাটলাররা

author img

By

Published : Nov 14, 2022, 6:05 PM IST

England Become First Ever Team to Hold Both ODI and T20 World Cup
England Become First Ever Team to Hold Both ODI and T20 World Cup

টি-20 বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ড দলকে অভিনন্দন জানাল ক্রিকেট বিশ্ব (England Become First Ever Team to Hold Both ODI and T20 World Cup) ৷ সচিন থেকে কেভিন পিটারসেন সকলে ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন ৷

কলকাতা, 14 নভেম্বর: ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও দল একইসঙ্গে 50 ওভার ও কুড়ি ওভারের বিশ্বজয়ের অধিকারী হল ৷ 2019 এর শেষ 50 ওভারের বিশ্বজয়ী দল ইংল্যান্ড এবার টি-20 ক্রিকেটেও বিশ্বসেরা (England Become First Ever Team to Hold Both ODI and T20 World Cup) ৷ আর বিশ্বসেরা হওয়ায় ব্রিটিশদের অভিনন্দন বার্তায় ভরিয়ে দিল ক্রিকেট বিশ্ব ৷ জস বাটলারের ইংল্যান্ডকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর, কেভিন পিটারসেন, হরভজন সিং, এবিডি, ইয়ন মর্গ্যান এবং ড্যারেন স্যামিরা ৷

2016 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইডেন গার্ডেন্সে শেষ 4 বলে 24 রান তুলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ ৷ ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসকে শেষ 4 বলে 4টি ছয় মেরে ক্যারিবিয়ানদের ম্যাচ জিতিয়ে ছিলেন আরেক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট ৷ তিনি এবারের টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ছিলেন না ৷ কিন্তু, ইংল্যান্ড স্কোয়াডে রয়েছেন বেন স্টোকস ৷

কাট টু 2022, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ৷ 138 রান তাড়া করতে নেমে বাটলারের ইংল্যান্ড 32 রানে 2 উইকেট হারিয়ে চাপে ৷ 4 নম্বরে ব্যাটহাতে নামলেন সেই বেন স্টোকস ৷ বাকিটা ইতিহাস ৷ 49 বলে 52 রানের স্লথ কিন্তু, কার্যকরী ইনিংস খেলে 2016’র কলকাতার শাপমোচন ঘটালেন ‘বিগ বেন’ ৷ মেলবোর্নের মাঠে চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ জেতা ইংল্যান্ড দল অভিনন্দনের জোয়ারে ভাসলেন ৷

ব্রিটিশদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অভিনন্দন ইংল্যান্ডকে তাদের দ্বিতীয় টি20 বিশ্বকাপ জেতার জন্য ৷ অসাধারণ অভিজ্ঞতা ৷ এটা খুব কঠিন লড়াই করা একটা ফাইনাল ছিল ৷ আরও উত্তেজনাময় হত যদি আফ্রিদি আহত না হতেন ৷ বিশ্বকাপের কি অসাধারণ চড়াই উতড়াই ৷’’

ছোট্ট তবে, ইংল্যান্ডের জয়ে সমালোচকদের জবাব দিয়ে টুইট করেছেন প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন (Kevin Petersen) ৷ তিনি টুইটে লেখেন, ‘‘ফোনের সিগন্যাল পেলাম এবং বুম ! কখনও ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে সন্দেহপ্রকাশ করবেন না ৷’’ ছোট্ট একটি টুইটে ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন এবিডি ৷ তিনি লেখেন, ‘‘দারুণ ইংল্যান্ড ! টুর্নামেন্টের সেরা দল, এতে কোনও সন্দেহ নেই ৷’’

আরও পড়ুন: আইসিসি’র সংবিধানকে মান্যতা দিয়ে আফগানিস্তানে মহিলা ক্রিকেট চালুর আশ্বাস তালিবানের

টুইট করেছেন উচ্ছ্বসিত হরভজন সিংও ৷ তিনি লিখেছেন, "কী অসাধারণ একটা ম্যাচ আমরা চাক্ষুস করলাম ৷ অভিনন্দন ইংল্যান্ড ৷ যোগ্য হিসেবে টি20 বিশ্বকাপ ফাইনাল জয় জস বাটলারের ইংল্যান্ডের ৷ আর বেন স্টোকস বড় মঞ্চে নিজেকে তুলে ধরেছে এবং অসাধারণ একটা ইনিংস খেলেছে ৷ পাকিস্তানের বোলাররাও দারুণ পারফর্ম করেছে ৷"

ইংল্যান্ডের 2019 বিশ্বকাপ জয়ী দলে অধিনায়ক ইয়ন মর্গ্যান তাঁর প্রাক্তন সতীর্থদের অভিনন্দন জানিয়ে লেখেন, "গত একমাসে জস বাটলারের ইংল্যান্ড খেলা দেখা একটা দারুণ অভিজ্ঞতা ছিল ৷ টুর্নামেন্টের সেরা দল ৷ বিশ্ব চ্যাম্পিয়ন ৷’’

  • Well done England! Undoubtedly the best team in the tourney👏

    — AB de Villiers (@ABdeVilliers17) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'একরাতে পয়লা নম্বর হওয়া যায় না', দুঃসময়ে রোহিতদের পাশে 'মাস্টার-ব্লাস্টার'

2016-র বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ডারেন স্যামিও ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন টুইটারে ৷ স্যামি লেখেন, ‘‘দ্বিতীয় দল হিসেবে দু’টি টি20 বিশ্বকাপ জয়ের জন্য বাটলার এবং তাঁর দলকে অভিনন্দন ৷ অসাধারণ ইংল্যান্ড ৷’’

  • Congratulations to Butler and his men on becoming only the second team to win the @T20WorldCup twice. Well done @ECB_cricket 👏🏽👏🏽👏🏽👏🏽

    — Daren Sammy (@darensammy88) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.