ETV Bharat / sukhibhava

Monsoon Skin Care: বর্ষায় ত্বককে দাগহীন ও উজ্জ্বল রাখতে চান ? অনুসরণ করুন এই টিপস

author img

By

Published : Jun 29, 2023, 2:22 PM IST

Monsoon Skin Care News
বর্ষায় ত্বককে দাগহীন ও উজ্জ্বল রাখতে চান

বর্ষাকালে মানুষ সর্দি, কাশি, সর্দি ও ভাইরাল ফ্লুর সমস্যায় অতিষ্ঠ হয়ে থাকে । এ ছাড়া ত্বকের সমস্যাও বাড়ে । এমন পরিস্থিতিতে ত্বকের যত্নের রুটিনে পরিবর্তন আনতে হবে । এই সহজ টিপসগুলি মেনে চললে বর্ষায়ও ত্বক সুস্থ রাখতে পারেন ।

হায়দরাবাদ: বর্ষায় শুধু স্বাস্থ্য নয় ত্বকেরও যত্ন নেওয়া খুবই জরুরি । এই ঋতুতে ত্বকের সমস্যায় ভোগেন মানুষ। আসলে এই ঋতুতে আর্দ্রতা বৃদ্ধির কারণে ত্বকে ব্রণ, অতিরিক্ত তেল, কালচে ভাব ইত্যাদি সমস্যা বাড়ে । তাই এই ঋতুতে ত্বক সংক্রান্ত এসব সমস্যা থেকে মুক্তি পেতে ত্বকের যত্নের রুটিন পরিবর্তন করতে হবে । তাহলে জেনে নেওয়া যাক, বর্ষায় কীভাবে ত্বকের যত্ন নেবেন ।

সানস্ক্রিন লাগাতে ভুলবেন না: বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢেকে থাকায় সূর্যালোকের প্রভাব প্রায় থাকেই না । তাহলে সানস্ক্রিন লাগানোর দরকার কী ? কিন্তু ভুল করেও এই ভুল করবেন না । হ্যাঁ, অতিবেগুনি রশ্মি বর্ষাকালেও আপনার ত্বকের ক্ষতি করতে পারে । এই মরশুমে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করুন ।

ট্যিসু ব্যবহার করুন: আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে বর্ষাকালে এই সমস্যা আরও বাড়তে পারে । এর জন্য মুখে তেল শোষণকারী ফেস ওয়াইপ বা ব্লটিং পেপার ব্যবহার করুন । এই মরশুমে ভারী মেকআপ এড়িয়ে চলুন । এছাড়া নিয়মিত আপনার ত্বককে ময়েশ্চারাইজ করুন ।

ত্বককে হাইড্রেটেড রাখুন: ত্বক হাইড্রেটেড রাখতে নিয়মিত পর্যাপ্ত জল পান করুন । এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে । পর্যাপ্ত পরিমাণ জল পান করলে ত্বকও উজ্জ্বল হয় । আপনার খাদ্যতালিকায় জলযুক্ত ফল যেমন তরমুজ, শশা এবং নারকেল জল অন্তর্ভুক্ত করতে পারেন ।

মুখের স্বাস্থ্যবিধি উপর যত্ন নিন: বর্ষায় ত্বকের পরিচ্ছন্নতার যত্ন নেওয়া খুবই জরুরি । এজন্য প্রতিদিন অন্তত দু'বার ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে । আপনি ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পাবেন এবং ত্বক তৈলাক্তও হবে না ।

ঠোঁটের শুষ্কতা: ত্বক স্ক্রাব করে যেভাবে মরা চামড়া উঠে যায়, ঠিক সেভাবে ঠোঁটও স্ক্রাব করা উচিত । এটি মরা চামড়া দূর করে । এজন্য মধু ও চিনির স্ক্রাব দিয়ে ঠোঁটে ম্যাসাজ করতে পারেন । এর পরে, আপনার ঠোঁট নরম করতে একটি ভালো মানের লিপবাম লাগান ।

আরও পড়ুন: যে অভ্যাসগুলি মুখের কালো দাগের কারণ হয়ে উঠতে পারে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.