ETV Bharat / sukhibhava

Monsoon Foot Infection: বর্ষায় পায়ের সংক্রমণ এড়াতে যত্ন নিন এভাবে

author img

By

Published : Jul 10, 2023, 5:18 PM IST

Monsoon Foot Infection News
বর্ষায় পায়ের সংক্রমণ এড়াতে এইভাবে যত্ন নিন

আপনি যদি বর্ষা মরশুমে পা এবং নখের সংক্রমণ থেকে দূরে থাকতে চান তবে বিশেষ করে এই ঋতুতে তাদের যত্ন নিন । বর্ষা মরশুমে চুল ও ত্বকের মতো পায়েরও যত্নের প্রয়োজন হয় । তাহলে চলুন জেনে নেওয়া যাক, বর্ষায় পায়ের যত্ন কীভাবে নেবেন ৷

হায়দরাবাদ: বর্ষায় আর্দ্রতার কারণে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি । ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও চুলকানি, ব্যথা, লালভাব এবং ফোলাভাব হতে পারে। নখে ছত্রাকের সংক্রমণ হতে পারে, তাই পায়ের যত্ন নেওয়া বর্ষায় চুল ও ত্বকের মতোই জরুরি । এই সমস্ত সমস্যা এড়াতে এই সহজ উপায়ে আপনার পায়ের যত্ন নিন।

পায়ের নখ ছোট রাখুন: বর্ষায় সংক্রমণের ঝুঁকি অনেক বেশি ৷ তাই এই মরশুমে হাত ও পায়ের নখ ছোট রাখুন । সেগুলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করতে থাকুন । এই ময়লা একই সঙ্গে পরিষ্কার না করলে তা জমতে থাকে । সংক্রমণের পাশাপাশি এটি নখের সৌন্দর্যও নষ্ট করতে পারে ।

স্বাস্থ্যবিধি বজায় রাখা: বর্ষাকালে বাইরে থেকে আসার সময় ভিজে জুতো ও চপ্পল পরে ঘরের ভেতরে যাবেন না ৷ জুতো, চপ্পল ও মোজা খুলে ঘরের ভিতর ঢুকুন । সাবান দিয়ে পা ভালো করে ধুয়ে নিন। পা যদি সারাদিন ধরে বর্যার জল পায় তাহলে ঈষদুষ্ণ দলে নুন মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন । এর পর পা মুছে ভালো করে শুকিয়ে নিন ।

আরও পড়ুন: মুখের অবাঞ্ছিত লোম সৌন্দর্য কেড়ে নিয়েছে ? তাই এগুলি থেকে মুক্তি পান এই উপায়ে

স্ক্রাবিং : বর্ষাকলে পা পরিষ্কার, সুন্দর ও নরম রাখতে সপ্তাহে এক বা দুবার স্ক্রাবিং করুন । স্ক্রাবিংয়ের জন্য নারকেল বা অলিভ অয়েলে অল্প পরিমান চিনি মিশিয়ে পায়ের উপরের অংশ এবং তলায় স্ক্রাব করুন । এতে ত্বক নরম করতে সাহায্য করে এবং ত্বকের মৃত কোষ দূর করতে ।

আরও পড়ুন: শীতে গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে যত্ন নিন এভাবে

পা ধুয়ে ঘুমান: বর্ষায় সবসময় পা পরিষ্কার করে ঘুমাতে যান । এতে সংক্রমণের সম্ভাবনা কম থাকে । পা পরিষ্কার করার পর নারকেল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর ঘুমান ।

নোংরা জমা : বর্ষাকালে জলে কাদায় বার হলে নখের ফাঁকে অনেকসময় নোংরা জমে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ তাই সেটি ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই সবসময় ওই নোংরা ঘরে এসে পরিস্কার করুন ৷

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.