ETV Bharat / sukhibhava

Sawan 2023: বৈদিক মতে শ্রাবণের প্রথম সোমবার, মহাদেবের পুজোয় মেনে চলুন এই নিয়মগুলি; সৌভাগ্য ফিরবেই

author img

By

Published : Jul 24, 2023, 8:01 AM IST

Updated : Jul 24, 2023, 9:32 AM IST

Etv Bharat
বৈদিক মতে শ্রাবণের প্রথম সোমবার, জানুন শিবলিঙ্গে জল ঢালার বিশেষ সময় ও করণীয় রীতি

শ্রাবণের প্রথম সোমবার শিবভক্তদের কাছে বিশেষ দিন ৷ কী করবেন, কী করবেন না জেনে নিন এক নজরে ৷ এই মাস তিন রাশির জীবনে নিয়ে আসবে সৌভাগ্যের বার্তা ৷ ধন-সম্পদে ফুলে ফেঁপে উঠবে এই তিন রাশির জাতক-জাতিকা ৷ শিবের আরাধনায় শিবভক্তদের পাশাপাশি এই তিন রাশির জীবনেও কেটে যাবে সকল বাধা-বিপদ ৷

হায়দরাবাদ: শ্রাবণ মাস মহাদেবের মাস ৷ এই মাসে ভক্তিভরে ভোলেবাবাকে পুজো করলেই দূর হবে সমস্ত দুঃখ-দুর্দশা ৷ শ্রাবণ মাসে মহাদেবের পুজো ও উপবাস করার ক্ষেত্রে কিছু রীতি মেনে চললেই নাকি, তুষ্ট হন দেবাদিদেব মহাদেব ৷ শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের উপাসনা অত্যন্ত ফলদায়ক ৷ বলা হয়, এই শ্রাবণ মাসে ভগবান শিবের পছন্দের জিনিস ভক্তিভরে তাঁর চরণে নিবেদন করলেই , জীবনের সকল বাধা-বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ৷ আশীর্বাদ পাওয়া যায় ভগবান শিবের ৷ কিন্তু যদি পুজোয় ত্রুটি থাকে, তাহলে অনর্থ্য হতেও বেশি দেরি হয় না ৷ পুজোর নিয়মে সামান্য ভুল সংসারে আনতে পারে চরম বিপদ ৷ তাই ভুল এড়াতে একনজরে দেখে নেওয়া যাক, মহাদেবের পুজো করার ক্ষেত্রে কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ৷

Sawan 2023
বৈদিক মতে শ্রাবণের প্রথম সোমবার, বিশেষ পুজো

মাথায় রাখুন এই বিষয়গুলি: প্রথমেই বলতে হয়, এবারে শ্রাবণ মাস শুরুর দিন অমাবস্যা হওয়ায়, মাস শুরু হয়েছে 18 তারিখ মঙ্গলবার থেকে ৷ ফলে বহু বছর এমনটা হওয়ায় এই মাসের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে ৷ মঙ্গলবার শ্রাবণ মাস শুরু হওয়ায় মঙ্গল গৌরীর পুজো অত্যন্ত ফলপ্রসূ ৷ আধ্যাত্মিক নিয়ম মেনে শ্রাবণের সোমবারের মতো মঙ্গলবার মঙ্গলগৌরীর পুজো করলে সংসারের সকল অমঙ্গল দূর হয় ৷

ভোলেবাবার বেলপাতা অত্যন্ত পছন্দের ৷ সোমবার মহাদেবের উদ্দেশ্যে তিনটি পাতাসহ বেলপাতা অবশ্যই নিবেদন করা উচিত ৷ তবে মাথায় রাখতে হবে, সেই বেলপত্র যেন ছিঁড়ে না যায় ৷ জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই দিন বেলগাছ থেকেও বেল পাতা ছেঁড়া উচিত নয় ৷

যদি দেখেন, আপনার কাছে একটা বেলপত্র ভালো রয়েছে, তাহলে চিন্তা করবেন না ৷ ভগবান শিবকে অর্পণ করা বেলপাতা পুনরায় দিতে পারেন আপনি ৷ তবে প্রদত্ত বেলপত্র জল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ তবেই পুনরায় তা নিবেদন করা যাবে ৷

Sawan 2023
ভক্তের ডাকে সাড়া দেন ভোলেবাবা

পুজোর নিয়ম: অনেকে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে উপবাস করেন ৷ আবার অনেকে বাড়িতেই মহাদেবের আরাধনা করেন ৷ বাড়িতে পুজোর ক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম মাথায় অবশ্যি রাখা উচিত ৷

সোমবার সকালে প্রথমেই স্নান করে ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিন গঙ্গার জল ৷ মনে করা হয়, ভগবান শিবের আরাধনা করার আগে ঘর অবশ্যই শুদ্ধ করে নেওয়া উচিত ৷

এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে বসতে হবে পুজোয় ৷

শিবলিঙ্গে প্রথমে দই, তারপর মধু, দুধ ও গঙ্গাজল দিতে হবে ৷ এর সঙ্গে দেবেন সিদ্ধি ৷ সিদ্ধি ভোলেবাবার ভীষণ পছন্দের ৷

এরপর পুজোতে বসে মহাদেবের প্রিয় ফুল যেমন, নীলকণ্ঠ, ধুতুরা, আকন্দ অবশ্যই রাখুন ৷ সঙ্গে রাখতে ভুলবেন না বেল ফল ৷

ধূপ, ধুনো, কপূর জ্বালাবেন ৷ আর শিবলিঙ্গে সাদা চন্দনের তিলক এঁকে দেবেন ৷ লাল চন্দন ভুলেও দেবেন না ৷ লাল চন্দন মূলত ব্যবহৃত হয় দেবীদের পুজোর উদ্দেশ্যে ৷

ভোলেনাথের সামনে প্রার্থনা করুন ৷

শিবলিঙ্গের সামনে এই মন্ত্রটি 108 বার জপ করুন – ‘ওম নমঃ শিবায়’ ৷

এবার প্রসাদ বিতরণ করুন এবং নিজে প্রসাদ গ্রহণ করুন।

ভগবান শিবের সামনে শিব চালিসা পাঠ করতে পারেন। অত্যন্ত শুভ ও ফলপ্রসূ হবে।

কী করবেন না: পুরো শ্রাবণ মাস জুড়ে অনেকেই নিরামিষ গ্রহণ করে থাকেন ৷ তবে যারা নিরামিষ খাচ্ছেন না, তাঁরা সেক্ষেত্রে শুধুমাত্র সোমবার করে নিরামিষ আহার করুন ৷ পেঁয়াজ, রসুন ছাড়াও সোমবার এড়িয়ে চলুন সরষের তেল, মুসুর ডাল ও বেগুন ৷

কোন কোন রাশি এই সময়ে বিশেষ সুফল পাবেন: জ্যোতিষশাস্ত্র মতে, বৃষ, মিথুন ও কর্কট রাশি এই সময়ে মহাদেবের বিশেষ আশীষ লাভ করবেন ৷

বৃষ রাশির জাতক-জাতিকারা ভক্তিভরে শিবের আরাধনা করলে অর্থ সৌভাগ্য ভালো হবে ৷

মিথুন রাশির জাতক-জাতিকারা এই সময় গাড়ি-বাড়ি কেনার কথা ভেবে থাকলে এগোতে পারেন ৷ এই সময়ে মনোবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভবনা প্রবল ৷

কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সময় না হওয়া কাজও হতে যেতে পারে ৷ যোগ রয়েছে অর্থপ্রাপ্তিরও ৷

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। ইটিভি ভারত এটি নিশ্চিত করে না।)

Last Updated :Jul 24, 2023, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.