ETV Bharat / sukhibhava

Cognitive Decline And Heart Disease Risk : জ্ঞানীয় প্রতিবন্ধকতা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকিও : গবেষণা

author img

By

Published : Apr 22, 2022, 2:42 PM IST

যেসব মানুষ জ্ঞানীয় প্রতিবন্ধকতার শিকার নন তাঁদের তুলনায় যাঁরা এই রোগের শিকার, তাঁদের আলঝাইমার, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি অনেকটা বেশি । এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা (cognitive decline can be at higher heart disease risk) ৷

Cognitive Decline And Heart Disease Risk
জ্ঞানীয় প্রতিবন্ধকতা বাড়িয়ে দেয় হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকিও : গবেষণা

ওয়াশিংটন : টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্য়ে যাঁদের কগনিটিভ দুর্বলতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা মৃত্যুর ঝুঁকি অনেকখানি বেড়ে যেতে পারে । এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা ৷ সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ ৷ কগনিটিভ ইমপেয়ারমেন্ট বা জ্ঞানীয় বৈকল্য হল এমন একটি রোগ, এক্ষেত্রে ব্যক্তির কোনও বিষয় মনে রাখতে, নতুন জিনিস শিখতে, মনযোগ কেন্দ্রীভূত করতে বা কোনও সিদ্ধান্ত নিতে সমস্য়া তৈরি হয় ৷ এই রোগ তাঁর দৈনন্দিন জীবনকেও ভয়ংকরভাবে প্রভাবিত করে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ এই জ্ঞানীয় প্রতিবন্ধকতার (cognitive impairment) শিকার ৷ বয়স এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির কারণ । কারণ এই রোগ পরবর্তীতে আলঝাইমার, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক বা মৃত্যুরও কারণ হতে পারে ৷ কানাডার হ্যামিল্টনে ম্যাকমাস্টার ইউনিভার্সিটির এমডি তথা এই গবেষণার সহ-লেখক হার্টজেল সি. গেরস্টেইন বলেন, "আমাদের গবেষণা বলছে কগনিটিভ পরীক্ষায় যাঁরা কম স্কোর করেছেন, তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং হৃদরোগের পূর্বাভাস মিলেছে ৷ যদিও এর সঠিক ব্যাখা এখনও মেলেনি । তবে ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকি কমাতে তাঁদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া উচিত ৷ "

গবেষকরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে রিউইন্ড (REWIND) ট্রায়ালের মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত 8,772 জন ব্যক্তির উপর এই গবেষণা চালিয়েছেন ৷ তাঁরা মূল্যায়ন করে দেখেছেন কার্ডিওভাসকুলার রোগ বা ডায়াবেটিসের পিছনে জ্ঞানীয় প্রতিবন্ধকতার (cognitive impairment) ভূমিকা ঠিক কতখানি ৷

আরও পড়ুন : সরাসরি ভ্রুণের ওপর প্রভাব ফেলতে পারে শ্বাসের সঙ্গে নেওয়া ন্য়ানো পার্টিক্যালস

তাঁরা দেখেছেন যেসব মানুষ জ্ঞানীয় প্রতিবন্ধকতার শিকার নন তাঁদের তুলনায় যাঁরা এই রোগের শিকার, তাঁদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেশি (cognitive decline can be at higher heart disease risk) । এমনকী যাঁদের ক্ষেত্রে এই রোগ বেশি জটিলতায় পৌঁছেছে, তাঁদের ক্ষেত্রে সাধারণের তুলনায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 1.6 গুণ বেড়ে গিয়েছে ৷ শুধু তাই নয়, সাধারণের তুলনায় তাঁদের স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি প্রায় 1.8 গুণ বেশি ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.