ETV Bharat / sukhibhava

World Organ Donation Day 2023: কেন করবেন অঙ্গ দান? বিশদে জানুন মহৎ কাজের উদ্দেশ্য

author img

By

Published : Aug 13, 2023, 1:23 PM IST

World Organ Donation Day 2023
বিশ্ব অঙ্গ দান দিবস

একজন ব্যক্তি মৃত্যুর পরও বাঁচাতে পারে সাতটা মানুষের জীবন ৷ কিডনি, লিভার, প্যানক্রিজ, ফুসফুস, হাড়, বোন ম্যারো, ত্বক এবং কর্নিয়া-র মতো অঙ্গ একজন মৃত্যুমুখী ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারেন নতুন জীবন ৷ বিশ্ব অঙ্গ দান দিবসে প্রতিজ্ঞা হোক অঙ্গ দানের ৷

হায়দরাবাদ: সালটা 2022 ৷ দিল্লির এক পরিবারে 6 বছরের ছোট মেয়ে মারা যায় দুর্ঘটনায় ৷ হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে ৷ ফুটফুটে ছোট্ট মেয়েটি মারা গেলেও সে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল আরও পাঁচজনকে ৷ কীভাবে? তার লিভার, কিডনি, হার্টের ভালব এবং দুটো কর্নিয়া দানের মাধ্যমে পাঁচ শিশুকে ফিরিয়ে দিয়েছে নতুন জীবন ৷ রোলি প্রজাপতি, দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালের সবচেয়ে ছোট অর্গান ডোনার ৷

একজন মৃত ব্যক্তি সময়ের আগে চলে গেলেও তাঁর শরীরে নানা অঙ্গ-প্রতঙ্গ থাকে ভালো ৷ সেই অঙ্গ-প্রতঙ্গ আরও এক বা একাধিক মৃত্যুমুখী মানুষকে নতুন সকাল উপহার দিতে পারে ৷ বেঁচে থাকার লড়াইয়ে জিতিয়ে দিতে পারে কোনও মহান ব্যক্তির দান করা অঙ্গ ৷ এই প্রচেষ্টা ও সচেতনতা বাড়াতেই প্রত্যেক বছর 13 অগস্ট পালিত হয় ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে বা বিশ্ব অঙ্গ দান দিবস ৷

সমাজকল্যাণমূলক এই কাজ যে কেউ করতে পারেন ৷ তবে তার একটা আইনি প্রক্রিয়া আছে ৷ মৃত যে ব্যক্তির অঙ্গ দান করা হবে সেই ব্যক্তির পরিবারের পূর্ণ সম্মতি নিয়ে তবেই এগোতে পারেন চিকিৎসকরা ৷ আবার অনেকে জীবিত অবস্থাতেও অঙ্গ দান করার ইচ্ছা প্রকাশ করতে পারেন ৷ অর্থাৎ তাঁকে আইনসম্মত একটি ফর্ম পূরণ করতে হয় ৷ সেখানে জানাতে হয়, তিনি স্বেচ্ছায় তাঁর মৃত্যুর পর অঙ্গ দানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন ৷ সেই নথি জমা পড়ে নির্দিষ্ট অফিসে ৷

ইতিহাসের দিকে তাকালে প্রথম অঙ্গ দান প্রতিস্থাপন সফল হয়েছিল 1954 সালে ৷ রিচার্ড জে হেরিক কিডনির রোগে ভুগছিলেন ৷ তাঁর হাতে খুব বেশি সময় ছিল না ৷ এরপর চিকিৎসক জোশেফ মুররে ও জন মেরিলের পরামর্শে রিচার্ডের ভাই রোনাল্ড জীবিত অবস্থায় তাঁর একটি কিডনি দান করেন ৷ সেই কিডনি প্রতিস্থাপন করা হয় রিচার্ডের শরীরে ৷ সফল প্রতিস্থাপনের পর রিচার্ড বেঁচেছিলেন আরও আট বছর ৷ সফল অঙ্গ দানের জন্য সেই সময় মেডিসিন বা ফিজিওলজিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন এই দুই চিকিৎসক ৷

বিশ্ব অঙ্গ দান দিবস সঠিক একটা দিন যেখানে সাধারণ মানুষকেও আরও বেশি করে সচেতন করার জন্য ৷ যাতে সকলেই এগিয়ে আসেন মহৎ এই কাজে ৷ বলা হয়, একজন অর্গান ডোনার বাঁচাতে পারেন সাতজনের জীবন ৷ তাই এই দিনটি আমাদের উদযাপন করা উচিত এবং সকলকে বোঝানো উচিত অঙ্গ দানের গুরুত্ব ৷ প্রত্যেক বছর বিশ্ব অর্গান দিবসের একটি থিম থাকে ৷ প্রতিটি অনুষ্ঠান সেই থিম অনুযায়ী পালন করা হয় ৷ 2023-এর থিম হল, "সমাজের স্বার্থে অঙ্গ দানে আরও বেশি করে উদ্যোগী হন ৷" তাই মানুষের জন্য মানুষের স্বার্থে দান করতে পারেন কিডনি, লিভার, প্যানক্রিজ, ফুসফুস, হাড়, বোন ম্যারো, ত্বক এবং কর্নিয়া ৷ এগিয়ে আসুন আর সমাজের কল্যানমূলক এই মহৎ কাজে অংশগ্রহণ করুন ৷

আরও পড়ুন: কালো দাগ দূর করতে ও জৌলুস ধরে রাখতে আজই ব্যবহার করুন এই ফেসপ্যাক, ম্যাজিকের মতো কাজ করবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.