ETV Bharat / sukhibhava

Itching after Waxing: ওয়াক্সিং করার পরে প্রচণ্ড চুলকানি হচ্ছে ? এই ঘরোয়া উপায়েই কমবে সমস্যা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 10:46 PM IST

Waxing: ওয়াক্সিং করার পরে কোনওসময় চুলকানি, ফুসকুড়ি, জ্বালাপোড়ার মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে । যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে জেনে নিন, সেই সব ব্যবস্থার কথা যা ব্যবহার করে আপনি ওয়াক্সিং করার পর এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন ।

Itching after Waxing News
ওয়াক্সিং করার পরে প্রচণ্ড চুলকানি হচ্ছে

হায়দরাবাদ: হাত, পায়ে এবং পিঠের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে ওয়াক্সিং বেশিরভাগ মহিলাই ওয়াক্সিং করিয়ে নেন । ওয়াক্সিং একটি বেদনাদায়ক প্রক্রিয়া যেখানে চুল ত্বক থেকে শিকড় দ্বারা টানা হয় । এটি করার পর ফুসকুড়ি, ফোলা এবং তীব্র চুলকানির সমস্যাও হতে পারে । কখনও কখনও চুলকানি এত তীব্র হয় যে এটি ক্ষত সৃষ্টি করে । তাই ওয়াক্সিং করার পরে যদি এই ধরনের সমস্যাগুলি আপনাকে বিরক্ত করে তবে এখানে দেওয়া প্রতিকারগুলি ব্যবহার করে দেখুন ৷ যা এই সমস্যাগুলি থেকে অনেকাংশে মুক্তি দিতে পারে ।

ওয়াক্স করার পর সাবান লাগানো থেকে বিরত থাকুন: ওয়াক্সিং করার পরপরই ত্বকে সাবান ব্যবহার করবেন না । সাবান ব্যবহারে ফুসকুড়ি বা ব্রণ হতে পারে । কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পরে সাবান বা বডি ওয়াশ ব্যবহার করুন ।

আরও পড়ুন: মুখের দাগ ও ব্রণ দূর করুন রান্নাঘরের এই জিনিসগুলি দিয়ে

আরাম দেবে অ্যালোভেরা জেল: ওয়াক্সিং করার পর যদি ব্রণ, চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয় তাহলে তা থেকে আরাম পেতে অ্যালোভেরা জেল দিয়ে ত্বকে মাসাজ করুন । অ্যালোভেরা জেলে জ্বালাপোড়া ও ফোলা সমস্যা দূর হয় ।

বরফ উপকারী: ওয়াক্সিং করার পর যদি প্রচণ্ড চুলকানির পাশাপাশি জ্বালাপোড়া ও ফুলে যায় তাহলে সেই জায়গায় বরফ ঘষলে উপকার পাওয়া যাবে । বরফ না থাকলে এর পরিবর্তে শশাও ব্যবহার করতে পারেন ।

নারকেল তেল এবং লেবুর রস: ওয়াক্সিং করার পর ব্রণ থেকে মুক্তি পেতে লেবুর রস এবং টি ট্রি অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগান । এর সঙ্গে চুলকানি হলে আক্রান্ত স্থানে বেবি অয়েল বা বেবি পাউডার লাগাতে পারেন ।

আরও পড়ুন: ক্যানসারের মতো হৃদরোগ থেকেও রক্ষা করে স্ট্রবেরি ! জেনে নিন বিস্তারিত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.