ETV Bharat / sukhibhava

Pregnant Women: নেগেটিভ ব্লাড গ্রুপ প্রসূতিদের জন্য কতটা ভয়াবহ ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

author img

By

Published : Apr 12, 2023, 1:08 PM IST

Updated : Apr 12, 2023, 1:54 PM IST

Pregnant Women News
নেগেটিভ ব্লাড গ্রুপ প্রসূতিদের জন্য কতটা ভয়াবহ

মহিলাদের মাতৃত্বের জন্য নেগেটিভ ব্লাড গ্রুপ ক্ষতিকর কি না তা নিয়ে আলোচনার অন্ত নেই। এবার এই বিষয়টি বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ৷

কলকাতা, 12 এপ্রিল: মহিলাদের জন্য মাতৃত্বের সুখ অনন্য । মা হওয়ার খবরে খুশি হন পরিবারের সবাই । কিন্তু মা হওয়ার ক্ষেত্রে কতগুলি সসম্যাও থেকে যায় । থেকে যায় বেশ কয়েকটি প্রশ্নও । এর মধ্যে নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাদের বেশ কয়েকটি সাধারণ জিজ্ঞাসা থাকে । তাঁরা জানতে চান নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য তাঁদের সন্তানকে পৃথিবীতে আনার সময় কতটা সমস্যা হতে পারে ? সেই সমস্যা কি দেখা যায় তাঁর সন্তানের মধ্যেও ? বিষয়টি সবিস্তারে জানতে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ।

এই বিষয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ রত্নাবলী চক্রবর্তী বলেন, "যদি কোনও মহিলা নেগেটিভ ব্লাড গ্রুপের হন তাহলে প্রথমবারের গর্ভধারণে কোনও সমস্যা হয় না । কিন্তু পরবর্তীকালে যদি আবার গর্ভবতী হন তাহলে সমস্যা দেখা যায় ওই শিশুর মধ্যে । তাই আমরা একধরণের ভ্যাকসিনের ব্যবহার করি । যাতে এই ধরণের সমস্যা না হয় । প্রথমবারের সন্তান হওয়ার পরেই এই টিকা দিয়ে দেওয়া হয় ।"

নেগেটিভ ব্লাড গ্রুপের 20 হাজার প্রসূতি নিয়ে সর্বভারতীয় স্তরে সমীক্ষা শুরু হয়েছে । সেই সমীক্ষাতে অংশ নিয়েছে বাংলাও । নেগেটিভ রক্তের গ্রুপের প্রসূতিদের গর্ভস্থ সন্তান পজিটিভ গ্রুপের হলে ঝুঁকি আরও বাড়ে । তাই সার্বিকভাবে এই ধরনের প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন থাকে, তাঁদের সন্তানের বিপদের আশঙ্কা কত ইত্যাদি তথ্য নথিভুক্ত হচ্ছে এই সমীক্ষায় । দেশের 3 হাজার স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সমসংখ্যক হাসপাতাল এই সমীক্ষায় অংশ নেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে 1200 চিকিৎসক সমীক্ষার কাজ শুরু করেছেন । বাংলা থেকে থাকার কথা প্রায় 200 স্ত্রীরোগ বিশেষজ্ঞের । কলকাতার পিজি, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ও কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সমীক্ষায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন ।

এই বিষয় ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, এই ধরণের লার্জ স্কেল স্যাম্পল স্টাডি আমাদের দেশে এই প্রথম । এই স্টাডির জন্য কলকাতা-সহ পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের প্রায় 100 জন গাইনোকোলজিস্ট অংশগ্রহণের সম্মতি দিয়েছেন এবং কিছু সেন্টারের স্টাডি রিলেটেড ডকুমেন্টস এথিক্স কমিটির অনুমোদন পেয়ে গিয়েছে । কলকাতা মেডিক্যাল কলেজ, পিজি হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ-সহ বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে আরএইচ নেগেটিভ প্রেগন্যান্ট মহিলাদের যাবতীয় তথ্য নথিভুক্ত করা হবে ।"

আরও পড়ুন: গরমে গর্ভবতী মহিলাদের সুস্থ রাখবে এই সব খাবার

Last Updated :Apr 12, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.