ETV Bharat / sukhibhava

Domestic Abuse increases Asthma: হাঁপানির সমস্যা বাড়িয়ে দেয় গার্হস্থ্য হিংসা, চাঞ্চল্যকর দাবি গবেষণায়

author img

By

Published : May 8, 2023, 7:01 AM IST

Domestic Abuse increased Asthma
অ্যালার্জি বা অ্যাস্থমার সমস্যা

দীর্ঘ সময় ধরে অ্যালার্জি বা অ্যাস্থমার সমস্যার কারণ খুঁজতে গিয়ে গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ তাঁদের অনুমান, অ্যাস্থমার সমস্যার পিছনে অন্যতম কারণ হতে পারে গার্হস্থ্য হিংসার শিকার হওয়া ৷

হায়দরাবাদ, 7 মে : শরীরে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা বা অ্যাস্থমা আরও বাড়িয়ে তুলতে পারে গার্হস্থ্য নির্যাতন ৷ শুনতে অবাক লাগলেও সম্প্রতি এক সমীক্ষায় এমনই দাবি করেছেন গবেষকরা । তাঁদের দাবি, যাঁরা গার্হস্থ্য হিংসার শিকার তাঁদের মধ্যে অ্যাস্থমা বাড়ার প্রবণতা সবথেকে বেশি। পরিবেশ দূষণ বা হরমোন সংক্রান্ত সমস্যার জন্য শরীরে অনেক রোগের সৃষ্টি হয় ৷ প্রতিনিয়ত অদেখা জীবাণুর সঙ্গে লড়াই হতে থাকে শরীরের ৷ কিন্তু শারিরীক নির্যাতন বা বলা ভালো, গার্হস্থ্য হিংসাও শরীরকে ভিতর থেকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ৷ হিংসার কারণে শরীরের আঘাত একদিন মিলিয়ে গেলেও ভিতর থেকে শুরু হয় ক্ষয় ৷ ধীরে ধীরে তা থেকে হাঁপানির মতো রোগের জন্ম হয় ।

লন্ডনের এক ভারতীয় বংশোদ্ভূত গবেষক এই তথ্য সামনে এনেছেন ৷ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমমিউনোলজি: ইন প্র্যাকটিস নামক জার্নালে বিভিন্ন রোগীর রেকর্ড পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশিত করা হয়েছে ৷ দেখা গিয়েছে, অ্যাটোপিক ডিসিজ বা এ্যালার্জি ও অ্যাস্থমার সমস্যায় ভোগা মহিলারা কখনও না কখনও গার্হস্থ্য নির্যাতন বা হিংসার শিকার হয়েছেন ৷ শুধু তাই নয়, গবেষণায় এমনও দাবি করা হয়েছে যাঁরা এই ধরনের রোগে আক্রান্ত নন তাঁদের অনেকেই কখনও নির্যাতনের শিকার হননি।

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য ডুমুর খুবই উপকারী, জেনে নিন কীভাবে খেতে হবে

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বার্মিংহামে গবেষক জোহট সিং চন্দন বলেন," আমরা যে পরীক্ষা চালিয়েছি, তাতে দেখা গিয়েছে গার্হস্থ্য হিংসা বা নির্যাতন অ্যালার্জি সংক্রান্ত সমস্যা বা অ্যাস্থমার সমস্যা বাড়িয়ে তুলতে বড় ভূমিকা নেয়। কমবেশি 52 শতাংশ মহিলা ঠিক এই কারণে আরও বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়েন।"

তিনি আরও বলেন, "ডোমেস্টিক ভায়োলেন্স ও অ্যাবিউজ-এর মতো সমস্যা বিশ্বের বিভিন্নপ্রান্তে বেড়ে গিয়েছে ৷ মহিলাদের মধ্যে এর দারুণ প্রভাব পড়ছে ৷ আমরা আমাদের গবেষণা আরও বাড়িয়ে তুলেছে এই সম্পর্কিত বিষয় নিয়ে ৷ সেখানেই দেখা গিয়েছে, এই ধরনের কারণের জন্য মহিলাদের শারিরীক সমস্যা আরও বেড়ে গিয়েছে ৷"

মূলত, 18 বছরের ঊর্দ্ধে মহিলাদের ওপরে ব্রিটেনে এক গবেষণা করা হয়েছে ৷ যেখানে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন এমন মহিলাদের সঙ্গে গার্হস্থ্য হিংসার শিকার হননি, এমন মহিলাদের রিপোর্ট তুলনা করা হয়েছে ৷ সমীক্ষায় প্রায় 13 হাজার 852 জন মহিলাকে গার্হস্থ্য হিংসার শিকার তালিকায় পাওয়া গিয়েছে ৷ এদের মধ্যে 967 জন মহিলা অ্যাটোপিক ডিজিসের কারণে চিকিৎসাধীন রয়েছেন ৷

(পরামর্শগুলো শুধুমাত্র সাধারণ তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে ৷ আপনার কোনও জিজ্ঞাসা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.