ETV Bharat / sukhibhava

Covid During Pregnancy: গর্ভাবস্থায় কোভিড-19 সংক্রমণ নবজাতকদের সেরিব্রাল পলসির কারণ হতে পারে

author img

By

Published : Mar 27, 2023, 12:49 PM IST

গবেষণা অনুসারে, গর্ভবতী থাকাকালীন কোভিড-19 এ সংক্রামিত মায়েদের কাছে জন্ম নেওয়া শিশুদের মস্তিষ্কের ব্যাধি থাকতে পারে (Covid During Pregnancy)।

Covid During Pregnancy News
গর্ভাবস্থায় কোভিড-19 সংক্রমণ নবজাতকদের সেরিব্রাল পলসির সঙ্গে যুক্ত

হায়দরাবাদ: কোভিড পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আরেকটি উদ্বেগজনক সংবাদ প্রকাশ্যে এসেছে। গর্ভাবস্থায় মা কোভিড-এ আক্রান্ত হলে সন্তানের মস্তিষ্কের সমস্যা হতে পারে । গবেষণা অনুসারে, জন্মের পর প্রথম 12 মাসে শিশুদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে । এই গবেষণার ফলাফল জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত হয়েছে (Disorder In Newborn Baby)।

গবেষণা অনুসারে, গর্ভবতী থাকাকালীন কোভিড-19 এ সংক্রামিত মায়েদের কাছে জন্ম নেওয়া শিশুদের মস্তিষ্কের ব্যাধি থাকতে পারে ৷ গর্ভাবস্থায় কোভিড-এ সংক্রামিত মায়েদের সন্তানদের জন্মের বছরের মধ্যে নিউরোডেভেলপমেন্টাল রোগ নির্ণয়ের সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেড়ে যায় । একইভাবে 18 মাসে প্রভাবটি বেশি ছিল । তবে নারী শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি দেখা যায়নি বলে জানিয়েছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) গবেষকরা (Covid During Pregnancy)।

আরও পড়ুন: এ সবই পাইলসের প্রাথমিক লক্ষণ, অবহেলা না-করে চিকিৎসা করান

গবেষণার সহযোগী অধ্যাপক এবং মাতৃ-ভ্রূণ মেডিসিন বিশেষজ্ঞ বলেছেন, 'গর্ভাবস্থায় মায়ের কোভিড সংক্রমণ সমস্যা নিয়ে জন্ম নেওয়া পুরুষ শিশুদের নিউরোডেভেলপমেন্টাল ঝুঁকির সঙ্গে বেশি যুক্ত । গবেষণার জন্য, দলটি কোভিড অতিমারি চলাকালীন 18,355টি জীবিত জন্মের স্বাস্থ্য পরীক্ষা করেছে । এতে গর্ভাবস্থায় 883 জন মহিলা কোভিড-এ আক্রান্ত হয়েছেন । এই শিশুদের মধ্যে 26 জনকে জীবনের প্রথম 12 মাসের মধ্যে একটি নিউরোডেভেলপমেন্টাল ডায়াগনোসিস দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন: কারিপাতা নরম ও মজবুত চুলের জন্য খুবই সহায়ক, এই উপায়ে ব্যবহার করুন

অপ্রভাবিত শিশুদের মধ্যে 317 জনের এই জাতীয় রোগ নির্ণয় ছিল । এই অনুসন্ধান ব্যাখ্যা করার জন্য আরও গবেষণা প্রয়োজন, গবেষকরা বলেছেন । টিকা দিলে এই সমস্যা কমানো যায় কি না তা নিয়েও গবেষণা চলছে । অল্প সংখ্যক টিকাপ্রাপ্ত গর্ভবতী মহিলাদের বর্তমানে অধ্যয়ন করা হচ্ছে ।

আরও পড়ুন: মুখের ব্রণ থেকে মুক্তি পেতে ঘরোয়া ফেস প্যাকগুলি ব্যবহার করতে পারেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.